টোয়ানো

তোয়ানো, টোয়ানো [ tōẏānō, ṭōẏānō ] ক্রি. বি. 1 হাত দিয়ে অনুভব করা; 2 হাতড়ানো; 3 খোঁজা; 4 হাত বুলানো; 5 মর্দন করা (অনেকক্ষণ ঘরে গা-হাত টুইয়ে আরাম দিল)। [তোয়া দ্র]।

টক

টক১ [ ṭaka ] বিণ. অম্ল স্বাদযুক্ত (টক দই)। ☐ বি. ১. অম্লরস বা অম্ল স্বাদ (অত টক খেয়ো না); ২. অম্ল স্বাদযুক্ত ব্যঞ্জনবিশেষ, অম্বল (মাছের টক)। [সং. তক্র]। টকডাল, টকের ডাল বি. কাঁচা আম তেঁতুল প্রভৃতি সহযোগে তৈরি অম্ল স্বাদযুক্ত ডাল। টক২ [ ṭaka ] বি. অত্যন্ত দ্রুততার ভাব। ☐ ক্রি-বিণ. দ্রুত (টক করে নিয়ে এসো)। [ধ্বন্যা.]। টকাটক১ ক্রি-বিণ. অতি দ্রুত (টকাটক খেয়ে ফেলো)। টকাস১ ক্রি-বিণ. অতি দ্রুত, অনায়াসে (টকাস করে গিলে ফেলো তো)। টক৩ [ ṭaka ] বি. শুকনো কাঠে ছোট কিছুর আঘাতের বা অনুরূপ কোনো শব্দ। [ধ্বন্যা.]। টকটক১, টকাটক২. বি. ক্রমাগত টক শব্দ। টকাস২ বি. সজোরে টক...

টোকা

টোকা১ টুকা-এর চলিত রূপ। টোকা২ [ ṭōkā২ ] বি. বাঁশের চটা, তালপাতা ইত্যাদির তৈরি টুপির আকারের ছাতা, মাথাল, মাথালি। [পো. touca]। টোকা৩ [ ṭōkā৩ ] বি. আঙুলের ডগা দিয়ে আঘাত, টুসকি (দরজায় টোকা দেওয়া)। [তু. সং. ছোটিকা]।

টাট

টাট১ টাটিটাট২-র রূপভেদ। টাট২ বি. পূজাকার্যে ব্যবহৃত তামার থালাবিশেষ। [হি. টঠিয়া=থালা, অথবা পা.তট্টক<সং. তাম্রপাত্র] টাট৩ [ ṭāṭa৩ ] বি. মহাজনের ফরাস বা গদি। [হি. টট=চট, কেম্বিস]।

টপ

টপ১ [ ṭapa ] বি. মটরাকৃতি গঠন (কানের টপ, টপতোলা)। [সং. স্তূপ]। টপ২ [ ṭapa ] বিণ. (কথ্য, অশোভন) সবচেয়ে ভালো; খুব ভালো (একেবারে টপ খেলা, টপ দেখতে)। [ইং. top]। টপ৩ [ ṭapa ] বি. তরল পদার্থের ফোঁটা পড়ার শব্দ। [ধ্বন্যা]। টপ টপ১ বি. ক্রি-বিণ. ক্রমাগত ফোঁটা ফোঁটা করে পড়ার শব্দ (টপ টপ করে রস পড়ছে)। টপ৪ [ ṭapa৪ ] বি. ক্রি-বিণ. অতি শীঘ্র, চট (টপ করে গিলে ফেলা)। [ধ্বন্যা.]। টপ টপ২ ক্রমাগত ও অতি দ্রুত (টপ টপ করে খেয়ে নেওয়া)। টপাটপ – টপ টপ২ -এর অনুরূপ।

টপ টপ

টপ টপ১ বি. ক্রি-বিণ. ক্রমাগত ফোঁটা ফোঁটা করে পড়ার শব্দ (টপ টপ করে রস পড়ছে)। টপ টপ২ ক্রমাগত ও অতি দ্রুত (টপ টপ করে খেয়ে নেওয়া)।

টকের ডাল

টকডাল, টকের ডাল বি. কাঁচা আম তেঁতুল প্রভৃতি সহযোগে তৈরি অম্ল স্বাদযুক্ত ডাল।

টকডাল

টকডাল, টকের ডাল বি. কাঁচা আম তেঁতুল প্রভৃতি সহযোগে তৈরি অম্ল স্বাদযুক্ত ডাল।