টক

টক১ [ ṭaka ] বিণ. অম্ল স্বাদযুক্ত (টক দই)। ☐ বি. ১. অম্লরস বা অম্ল স্বাদ (অত টক খেয়ো না); ২. অম্ল স্বাদযুক্ত ব্যঞ্জনবিশেষ, অম্বল (মাছের টক)। [সং. তক্র]। টকডাল, টকের ডাল বি. কাঁচা আম তেঁতুল প্রভৃতি সহযোগে তৈরি অম্ল স্বাদযুক্ত ডাল। টক২ [ ṭaka ] বি. অত্যন্ত দ্রুততার ভাব। ☐ ক্রি-বিণ. দ্রুত (টক করে নিয়ে এসো)। [ধ্বন্যা.]। টকাটক১ ক্রি-বিণ. অতি দ্রুত (টকাটক খেয়ে ফেলো)। টকাস১ ক্রি-বিণ. অতি দ্রুত, অনায়াসে (টকাস করে গিলে ফেলো তো)। টক৩ [ ṭaka ] বি. শুকনো কাঠে ছোট কিছুর আঘাতের বা অনুরূপ কোনো শব্দ। [ধ্বন্যা.]। টকটক১, টকাটক২. বি. ক্রমাগত টক শব্দ। টকাস২ বি. সজোরে টক...

টোয়ানো

তোয়ানো, টোয়ানো [ tōẏānō, ṭōẏānō ] ক্রি. বি. 1 হাত দিয়ে অনুভব করা; 2 হাতড়ানো; 3 খোঁজা; 4 হাত বুলানো; 5 মর্দন করা (অনেকক্ষণ ঘরে গা-হাত টুইয়ে আরাম দিল)। [তোয়া দ্র]।