টং

টং১ [ ṭa ] বিণ. ১. অত্যন্ত ক্রুদ্ধ, অগ্নিমূর্তি, মেজাজ চড়ে আছে এমন (রেগে টং হয়ে আছে); ২. ভরপুর (মদে টং হওয়া)। [সং. টঙ্ক]। টং২ [ ṭa ] বি. উঁচু মাচা, মাচান, টোং (‘টঙের ঘরে একা একা’: প্রেমেন্দ্র)। [সং. তুঙ্গ]। টং৩ [ ṭa ] বি. ১. ঘড়ি, কাঁসি প্রভৃতির শব্দবিশেষ; ২. ধনুকের জ্যা টেনে ছেড়ে দিলে যে শব্দ হয়। [ধ্বন্যা.]।

টইটম্বুর

টইটই, টইটম্বুর [ ṭi-ṭi, ṭi-ṭambura ] বিণ. পরিপূর্ণ, কানায় কানায় ভরা (পুকুরটা একেবারে চইটম্বুর হয়ে আছে)। [দেশি]।

টইটই

টইটই, টইটম্বুর [ ṭi-ṭi, ṭi-ṭambura ] বিণ. পরিপূর্ণ, কানায় কানায় ভরা (পুকুরটা একেবারে চইটম্বুর হয়ে আছে)। [দেশি]।

টকা

টকা [ ṭakā ] ক্রি. ১. বিকৃত হওয়া, কটু হয়ে যাওয়া (তরকারিটা টকে গেছে); ২. টকের সংস্পর্শে শিরশির করা বা অস্বস্তিকর অনুভূতি হওয়া (দাঁত টকে যাওয়া)। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে। [বাং. টক + আ]। টকানো ক্রি. অম্ল স্বাদযুক্ত করা, টকিয়ে দেওয়া। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

টংকার

টঙ্কার, টংকার [ ṭaṅkāra, ṭaṅkāra ] বি. ১. ধনুকের ছিলার শব্দ (কোদণ্ড টঙ্কার); ২. অনুরূপ অন্য শব্দ (‘টাকার টঙ্কার’: সু. মু.)। [সং. টঙ্ + √ কৃ + অ]।

টঙ্কার

টঙ্কার, টংকার [ ṭaṅkāra, ṭaṅkāra ] বি. ১. ধনুকের ছিলার শব্দ (কোদণ্ড টঙ্কার); ২. অনুরূপ অন্য শব্দ (‘টাকার টঙ্কার’: সু. মু.)। [সং. টঙ্ + √ কৃ + অ]।

টঙ্কা

টঙ্কা [ ṭaṅkā ] বি. টাকা। [সং. টঙ্ক-তু. হি. তন্খা]।

টগরা

টগরা [ ṭagarā ] বিণ. (আঞ্চ.) চালাক ও চটপটে (বেশ টগরা ছেলে)। [দেশি]।

টগর

টগর [ ṭagara ] বি. (সচ.) সাদা ফুলবিশেষ। [সং. তগর]।

টগবগিয়ে

টগবগিয়ে ক্রি-বিণ. ১. টগবগ করতে করতে; ২. (আল.) উত্সাহ-উদ্দীপনার সঙ্গে।