টকানো

টকানো ক্রি. অম্ল স্বাদযুক্ত করা, টকিয়ে দেওয়া। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

টংকার

টঙ্কার, টংকার [ ṭaṅkāra, ṭaṅkāra ] বি. ১. ধনুকের ছিলার শব্দ (কোদণ্ড টঙ্কার); ২. অনুরূপ অন্য শব্দ (‘টাকার টঙ্কার’: সু. মু.)। [সং. টঙ্ + √ কৃ + অ]।

টঙ্কার

টঙ্কার, টংকার [ ṭaṅkāra, ṭaṅkāra ] বি. ১. ধনুকের ছিলার শব্দ (কোদণ্ড টঙ্কার); ২. অনুরূপ অন্য শব্দ (‘টাকার টঙ্কার’: সু. মু.)। [সং. টঙ্ + √ কৃ + অ]।

টনিক

টনিক [ ṭanika ] বি. ১. শক্তিবর্ধক ওষুধ; ২. (আল.) যাতে গায়ের বা মনের জোর বাড়ে এমন বস্তু বা প্রভাব (টাকার মতো টনিক আর কী আছে?)। [ইং. tonic]।

টনটনে

টনটনে বিণ. (বিদ্রূপে) গভীর, তীক্ষ্ণ (টনটনে জ্ঞান)।

টনটনানি

টনটনানি বি. টনটন করার অনুভূতি বা ভাব (পায়ের টনটনানি এখনও গেল না)।

টনটন

টনটন [ ṭana-ṭana ] বি. আঁটসাঁট টানটান পরিপূর্ণ বা তীক্ষ্ণ হওয়ার দরুন অস্বস্তি বা বেদনাবোধ (পা টনটন করছে)। [ধ্বন্যা.]। টনটনানি বি. টনটন করার অনুভূতি বা ভাব (পায়ের টনটনানি এখনও গেল না)। টনটনে বিণ. (বিদ্রূপে) গভীর, তীক্ষ্ণ (টনটনে জ্ঞান)।

টনক নড়া

টনক নড়া ক্রি. বি. খেয়াল হওয়া, হুঁশ হওয়া (এতক্ষণে তোমার টনক নড়ল?)।

টনক

টনক [ ṭanaka ] বি. হুঁশ, খেয়াল, মনোযোগ। [দেশি]। টনক নড়া ক্রি. বি. খেয়াল হওয়া, হুঁশ হওয়া (এতক্ষণে তোমার টনক নড়ল?)।

টন

টন [ ṭana ] বি. ইংরেজি ওজনবিশেষ, কুড়ি হন্দর-প্রায় ১১৬ কিলোগ্রাম বা সাতাশ মন। [ইং. ton]।