টট্টরে

টট্টর, টট্টরে [ ṭaṭṭara, ṭaṭṭarē ] যথাক্রমে টরটর ও টরটরে -র কথ্য রূপ।

টট্টর

টট্টর, টট্টরে [ ṭaṭṭara, ṭaṭṭarē ] যথাক্রমে টরটর ও টরটরে -র কথ্য রূপ।

টপ্পা

টপ্পা [ ṭappā ] বি. লঘু রসাত্মক উপশাস্ত্রীয় সংগীতবিশেষ। [হি. টপ্পা]।

টপাস

টপাস [ ṭapāsa ] বি. ক্রি-বিণ. বড় ফোঁটা পড়ার অপেক্ষাকৃত জোর শব্দ। [ধ্বন্যা.]।

টনসিল

টনসিল [ ṭana-sila ] বি. গলার মধ্যে জিহ্বার মূলদেশে স্হিত গ্ল্যাণ্ড বা গ্রন্হিদ্বয়। [ইং. tonsils]।

টপকানো

টপকানো ক্রি. অতিক্রম করা, ডিঙানো। ☐ বি. উক্ত অর্থে। ☐ বিণ. অতিক্রান্ত; অতিক্রম করা হয়েছে এমন।

টপকা

টপকা [ ṭapakā ] ক্রি. পার হওয়া; লাফিয়ে পার হওয়া। [হি. টপ]। টপকানো ক্রি. অতিক্রম করা, ডিঙানো। ☐ বি. উক্ত অর্থে। ☐ বিণ. অতিক্রান্ত; অতিক্রম করা হয়েছে এমন।

টম্যাটো

টম্যাটো [ ṭamyāṭō ] বি. সবজি শ্রেণির ফলবিশেষ, বিলাতি বেগুন। [ইং. tomato]।

টমটম

টমটম [ ṭama-ṭama ] বি. এক ঘোড়ায় টানা দুই চাকার খোলা গাড়িবিশেষ। [ইং. tandem]।

টব

টব [ ṭaba ] বি জল রাখার বা ফুলগাছ রোপণ করার পাত্রবিশেষ (ফুলের টব, জলের টব)। [ইং. tub]