অগভীর জলে সফরী ফরফরায়তে

অগভীর জলে সফরী ফরফরায়তে 1 অল্প জলে পুঁটিমাছ ফরফর করে বেড়ায়; 2 (আল.) সামান্য বিদ্যার অধিকারীরাই বিদ্যা জাহির করে বেশি।

অতি বড় ঘরনি না পায় ঘর

অতি বড় ঘরনি না পায় ঘর — প্রায়ই ঘরকন্নার কাজে অতিশয় নিপুণা নারীর স্বামীর ঘরকন্নার সুযোগ জোটে না।

অংশতঃ

অংশতঃ (তস্), অংশত (বর্জি.)–ক্রি-বিণ. আংশিকভাবে, কিয়দংশে।

অনুলোম্য

অনুলোম্য [ anu-lōmya ] বি. ১. স্বাভাবিক ক্রম, যথাক্রম; ২. অনুকূল ভাব, আনুকূল্য। [সং. অনুলোম + য]।