অ১–আদ্যস্বর; বাংলা বর্ণমালার প্রথম অক্ষর। n. the first vowel of the Bengali alphabet অ২–অব্য. ১. সম্বোধন খেদ ইত্যাদি সূচক ধ্বনি (অ ভাই, অ কী দুঃখ); ২. বটে, তাই, হুঁ। অ৩–অব্য সমাসে অন্য পদের পূর্বে ‘নঞ্’ এই অব্যয়ের স্হানবর্তী হয়ে অভাবাদি অর্থ প্রকাশ করে, যথাঅভাব অর্থে (অযত্ন, অভয়), বিরোধ বা বৈপরীত্য (অসুর, অধর্ম), অন্যত্ব (অহিন্দু, অবাঙালি), অল্পতা (অজন্মা, অবোধ), অপ্রশস্ততা বা অযোগ্যতা (অকাল, অকর্ম); পরবর্তী পদের প্রথম বর্ণ স্বরবর্ণ হলে অ-স্হানে অন্ হয় (অন্+ইচ্ছা অনিচ্ছা, এইভাবে অনায়াস, অনলস)। —————– অ1 [ a1 ] n the first vowel of the Bengali alphabet. অ আ (বা অ আ ক খ) elementary knowledge; rudiments of any subject (সংগীতের অ আ ক...

অই

অই–ঐ২-এর বানানভেদ।

অইছে

অইছে–ক্রি-বিণ. ওইভাবে।

অইছন

অইছন–১. ক্রি-বিণ. (ব্রজ.) এইভাবে, সেইভাবে, সেইরূপে। ২.  বিণ. সেইরূপ, সেইরকম। [ব্রজ. > পশ্চিমা হি. > বাং.]

অঋণী

অঋণী–(-ণিন্) বিণ. ঋণী নয় এমন, ঋণমুক্ত, দেনাশূন্য, কারও কাছে কিছু ধারে না এমন। [সং. ন+ঋণী = অনৃণী > অঋণী]।

অইসন

অইসন–অইছন-এর বানানভেদ।

অংশ

অংশ১–অংস-র বানানভেদ। অংশ২–বি. ১. ভাগ, খণ্ড, টুকরো; ২. সম্পত্তি কারবার প্রভৃতির কিছু পরিমাণ মালিকানা স্বত্ব; ৩. অঞ্চল, স্হান (ভারতের কোনো কোনো অংশ); ৪. অঙ্গপ্রত্যঙ্গ; ৫. পৃথিবীর পরিধির ৩৬ ভাগের ১ ভাগ বা ১ ডিগ্রি, degree (বি.প.); ৬. রাশিচক্রের ত্রিংশ বা দ্বাদশ ভাগের এক ভাগ; ৭. বিষয় (সে কোনো অংশে হীন নয়); ৮. দেবতার ঔরস (বিষ্ণুর অংশে জন্ম); ৯. ঈশ্বরের অবতার। [সং. √অন্শ্+অ]। সমার্থক শব্দঃ ভাগ খণ্ড টুকরো কিছুটা খানিক খানিকটা কিছু অল্প একটু অংশবিশেষ একটুখানি কণা ফালি চিলতে অঙ্গ পরিচ্ছেদ অধ্যায় বিভাগ ভাগ কাণ্ড পর্ব ——————— অংশ [ aṃśa ] n a portion or part; a share; a region or locality (দেশের উত্তর অংশ = the...

অংশক

অংশক–বি.  ১. জ্ঞাতি; ২. দিন; ৩. (গণি.) লগারিদ্মের ঘাতাঙ্কগণনের ভগ্নাংশ, mantissa of a logarithm (বি. প.)।

অংশগত

অংশগত–বিণ. অংশের অন্তর্গত, উত্তরাধিকারসূত্রে প্রাপ্য বিষয়ের অন্তর্গত। সমার্থক শব্দঃ অন্তর্ভুক্ত অন্তর্গত অন্তর্ভূত