টপ

টপ [ ṭapa ] বি. মটরাকৃতি গঠন (কানের টপ, টপতোলা)।

[সং. স্তূপ]।

টপ [ ṭapa ] বিণ. (কথ্য, অশোভন) সবচেয়ে ভালো; খুব ভালো (একেবারে টপ খেলা, টপ দেখতে)।

[ইং. top]।

টপ [ ṭapa ] বি. তরল পদার্থের ফোঁটা পড়ার শব্দ।

[ধ্বন্যা]।

টপ টপ বি. ক্রি-বিণ. ক্রমাগত ফোঁটা ফোঁটা করে পড়ার শব্দ (টপ টপ করে রস পড়ছে)।

টপ [ ṭapa ] বি. ক্রি-বিণ. অতি শীঘ্র, চট (টপ করে গিলে

ফেলা)। [ধ্বন্যা.]।

টপ টপ ক্রমাগত ও অতি দ্রুত (টপ টপ করে খেয়ে নেওয়া)।

টপাটপ – টপ টপ -এর অনুরূপ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।