চটপট

চটপট [ caṭa-paṭa ] ক্রি-বিণ. খুব তাড়াতাড়ি, অতি দ্রুত (চটপট কাজ সারো)। [দেশি]।

চচ্চড়ি

চচ্চড়ি [ caccaḍ়i ] বি. সবজি ডাঁটা প্রভৃতি দিয়ে তৈরি ব্যঞ্জনবিশেষ। [দেশি]।

চচ্চড়

চচ্চড় [ caccaḍ ] অব্য. শুষ্কতার এবং শুকনো জিনিস ভাঙার ধ্বনিবিশেষ (গা শুকিয়ে চচ্চড় করছে, চচ্চড় করে গাছের ডাল ভাঙে)। [ধ্বন্যা.]।

চক্রী

চক্রী [ cakrī ] (ক্রিন্) বিণ. ১. চক্রধারী; ২. চক্রান্তকারী; ৩. খল, কুটিল। ☐ বি. ১. বিষ্ণু; ২. কৃষ্ণ; ৩. সাপ। [সং. চক্র + ইন্]।

চক্রিকা

চক্রিকা [ cakrikā ] বি. ১. হাঁটুর গোল অস্হি, মালাইচাকি; ২. হাঁটু, জানু। [সং. চক্র + ক + আ]।

চড়াইভাতি

চড়াইভাতি [ caḍāi-bhāti ] বি. বনভোজন, picnic. [সং. চটকবৃত্তি]।

চট্টোপাধ্যায়

চট্টোপাধ্যায় [ caṭṭōpādhyāẏa ] বি. বাঙালি ব্রাহ্মণদের পদবিবিশেষ। [চট্ট + উপাধ্যায়]।

চট্টলা

চট্টল, চট্টলা [ caṭṭala, caṭṭalā ] বি. চট্টগ্রামের প্রাচীন নাম।

চড়াত্

চড়াত্ [ caḍāt ] অব্য. শক্ত জিনিস ফেটে যাওয়ার শব্দ। [ধ্বন্যা.]।

চড়াও

চড়াও [ caḍāō ] বি. আক্রমণ (বাড়ি চড়াও করা)। ☐ বিণ. আক্রমণকারী; আক্রমণের জন্য আপতিত, আক্রমণ করতে উদ্যত (চড়াও হওয়া)। [চড়া৩ দ্র]।