চই

চই [ ci ] বি. পিঁপুলজাতীয় লতাবিশেষ; তার ডাল বা মূল। [সং. চবিকা]।

চটকি গান

চটকি গান বি. খেমটা প্রভৃতি হালকা চালের ও তালের গান।

চোখের খিদে

চোখের খিদে  প্রকৃত খিদে না থাকা সত্ত্বেও চোখের সামনে খাদ্যবস্তু থাকায় যে খিদের উদ্রেক হয়।

চা-খড়ি

চা-খড়ি, ফুল-খড়ি–বি. সাদা মাটিবিশেষ; চকখড়ি।

চ – বাংলা ভাষার ষষ্ঠ ব্যঞ্জনবর্ণ এবং অঘোষ তালব্য চ্ ধ্বনির দ্যোতক। n– the sixth consonant of the Bengali alphabet.

চকমকি

চকমকি [ caka-maki ] বি. ঠুকলে আগুন জ্বলে এমন পাথর। [তুর. চক্মকি]।

চওড়াই

চওড়াই বি. প্রস্হের পরিমাণ।

চওড়া

চওড়া [ cōḍā ] বিণ. 1 প্রশস্ত, বিস্তৃত (চওড়া বুক); 2 প্রস্হবিশিষ্ট (পাঁচ হাত চওড়া থান)। ☐ বি. বিস্তার, প্রস্হ (চওড়ায় তিন হাত, চওড়ার দিক)। [সং. চর্পট (প্রসারিত, বিপুল)। চওড়াই বি. প্রস্হের পরিমাণ।

চইচই

চইচই [ ci-ci ] অব্য. বি. হাঁসকে ডেকে আনার ধ্বনি। [ধ্বন্যা.]।