চণ্ডী

চণ্ডী [ caṇḍī ] বি.
1 দুর্গার রূপবিশেষ;
2 মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত দেবীমাহাত্ম্য;
3 চণ্ডিকাদেবীর মাহাত্ম্যকথা;
4 অতি কোপনস্বভাবা স্ত্রীলোক।

[সং. চণ্ড + ঈ]।

চণ্ডীমঙ্গল বি. চণ্ডীর মাহাত্ম্যকথা সম্বন্ধে রচিত বাংলার মধ্যযুগীয় কাব্যবিশেষ।

চণ্ডীমণ্ডপ বি.
1 যে মণ্ডপে দুর্গা কালী প্রভৃতি দেবীর পূজা হয়;
2 ঠাকুরদালান।

মঙ্গলচণ্ডী বি. শুভদা চণ্ডী, দুর্গা।

রণচণ্ডী বি.
1 দানবদের সঙ্গে উন্মত্তভাবে সংগ্রামকারিণী চণ্ডী;
2 (আল.) অতি কোপনস্বভাবা বা কলহপ্রিয়া নারী।

☐ বিণ. রণোন্মত্তা, উগ্রা (রণচণ্ডী মূর্তি)।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।