চণ্ডীমঙ্গল

চণ্ডীমঙ্গল বি. চণ্ডীর মাহাত্ম্যকথা সম্বন্ধে রচিত বাংলার মধ্যযুগীয় কাব্যবিশেষ।

চণ্ডীমণ্ডপ

চণ্ডীমণ্ডপ বি. 1 যে মণ্ডপে দুর্গা কালী প্রভৃতি দেবীর পূজা হয়; 2 ঠাকুরদালান।

চোখ রাখা

চোখ রাখা, নজর রাখা ক্রি. বি. সতর্ক দৃষ্টি বা পাহারা দেওয়া।

চীর

চীর – [বিশেষ্য পদ] বস্ত্র, ছেঁড়া কাপড়, গাছের বাকল, চিরকুট।