চামচা

চামচা [ cāmacā ] বি. তোষামুদে; তল্পিবাহক (নেতাদের চেয়ে তাঁদের চামচাদের প্রতাপই বেশি)। [দেশি]।

চামসা

চামসা [ cāmasā ] বিণ. (গন্ধ-সম্বন্ধে) শুকনো চামড়ার মতো (চামসা গন্ধ)। [বাং. চাম + সা (সাদৃশ্যার্থে)]।

চামরী

চামরী [ cāmarī ] (-রিন্) বিণ. চামরযুক্ত। ☐ বি. ১. ঘোড়া; ২. চমরী মৃগী (‘কবরী-ভয়ে চামরী গিরিকন্দরে’: বিদ্যা.)। [সং. চামর + ইন্]।

চামেলি

চামেলি [ cāmēli ] বি. মল্লিকাজাতীয় ছোট ফুলবিশেষ, মালতী, জাতিফুল। [তু. হি. চমেলী]।

চামুণ্ডা

চামুণ্ডা [ cāmuṇḍā ] বি. দুর্গাদেবীর রূপবিশেষ-এই রূপে দুর্গা চণ্ড ও মুণ্ড নামে দুই দৈত্যকে বিনাশ করেছিলেন। [সং. চণ্ড-মুণ্ড]।

চারক

চারক [ cāraka ] বিণ. যে চরায় (গোচারক, পশুচারক)। [সং. √চর্ + ণিচ্ + অক]।

চালের বাতা

চালের বাতা বি. কাঁচা ঘরের চালে ব্যবহৃত বাখারি।

চণ্ডী

চণ্ডী [ caṇḍī ] বি. 1 দুর্গার রূপবিশেষ; 2 মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত দেবীমাহাত্ম্য; 3 চণ্ডিকাদেবীর মাহাত্ম্যকথা; 4 অতি কোপনস্বভাবা স্ত্রীলোক। [সং. চণ্ড + ঈ]। চণ্ডীমঙ্গল বি. চণ্ডীর মাহাত্ম্যকথা সম্বন্ধে রচিত বাংলার মধ্যযুগীয় কাব্যবিশেষ। চণ্ডীমণ্ডপ বি. 1 যে মণ্ডপে দুর্গা কালী প্রভৃতি দেবীর পূজা হয়; 2 ঠাকুরদালান। মঙ্গলচণ্ডী বি. শুভদা চণ্ডী, দুর্গা। রণচণ্ডী বি. 1 দানবদের সঙ্গে উন্মত্তভাবে সংগ্রামকারিণী চণ্ডী; 2 (আল.) অতি কোপনস্বভাবা বা কলহপ্রিয়া নারী। ☐ বিণ. রণোন্মত্তা, উগ্রা (রণচণ্ডী মূর্তি)।