চাকরান

চাকরান [ cākarāna ] বি. বেতনের পরিবর্তে ভৃত্যকে প্রদত্ত জমি। [ফা. চাক্রান্]।

চাঙড়

চাঙড় [ cāṅaḍ ] বি. মাটি প্রভৃতির বড় ডেলা চাপ বা তাল। [ফা. চাঙ্গ্]।

চাটালো

চাটালো [ cāṭālō ] বিণ. চওড়া, প্রশস্ত (চাটালো বারান্দা)। [দেশি]।

চাড়ি

চাড়ি [ cāḍi ] বি. মাটির বড় গামলাবিশেষ। [দেশি]।

চাতুরালি

চাতুরালি [ cāturāli ] বি. ১. চতুরতা; ২. শঠতা, ধূর্ততা। [চতুরালি-র অশু. রূপ]।

চাতাল

চাতাল [ cātāla ] বি. ১. চত্বর; পাথর বা সিমেণ্টে বাঁধানো খোলা জায়গা; ২. উঠান বা রোয়াক। [সং. চত্বর]।

চাতুর্বর্ণ্য

চাতুর্বর্ণ্য [ cāturbarṇya ] বি. ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র — হিন্দুজাতির এই চার বর্ণ বা তাদের পালনীয় ধর্ম। ☐ বিণ. চতুর্বর্ণসম্বন্ধীয়। [সং. চতুর্বর্ণ + য]।

চাদর

চাদর [ cādara ] বি. ১. উড়ানি, উত্তরীয়, গায়ে জড়াবার আলোয়ান; ২. আস্তরণ বা আচ্ছাদন (বিছানার চাদর); ৩. ধাতু বা অনুরূপ বস্তুর পাতলা পাত (তামার চাদর)। [ফা. চাদর্]।

চানা

চানা [ cānā ] বি. ছোলা। [সং. চণক]। চানাচুর বি. ভাজা ডাল বাদাম ইত্যাদি সহযোগে প্রস্তুত চিবিয়ে খাবার মুখরোচক খাদ্যবিশেষ।

চানাচুর

চানাচুর বি. ভাজা ডাল বাদাম ইত্যাদি সহযোগে প্রস্তুত চিবিয়ে খাবার মুখরোচক খাদ্যবিশেষ।