চণ্ডাল

চণ্ডাল [ caṇḍāla ] বি. ১. নিচু শ্রেণির হিন্দু সম্প্রদায়বিশেষ, চাঁড়াল; ২. নিষ্ঠুরপ্রকৃতি বা ক্রূরকর্মা লোক। [সং. √চণ্ড্ (=ক্রোধ) + আল]।

চণক

চণক [ caṇaka ] বি. ছোলা, চানা, বুট। [সং. √চণ্ + অ + ক (স্বার্থে)-তু. হি. চনা]।

চণ্ডিকা

চণ্ডিকা [ caṇḍikā ] বি. ১. চণ্ডীদেবী; ২. অতি কোপনা স্ত্রীলোক।  [সং. চণ্ড + ক + আ (স্ত্রী)]।

চতুরংশ

চতুরংশ [ caturaṃśa ] বি. চার ভাগ। ☐ বিণ. চার ভাগে বিভক্ত। [সং. চতুর্ + অংশ]।

চতুরংশিত

চতুরংশিত বিণ. ১. চার ভাগে বিভক্ত; ২. চার পেজি, quarto.

চতুরঙ্গ

চতুরঙ্গ [ caturaṅga ] বিণ. ১. হস্তী, অশ্ব, রথ ও পদাতি-এই চার শাখাবিশিষ্ট (চতুরঙ্গ সেনা); ২. চার অঙ্গবিশিষ্ট; ৩. সর্বাঙ্গসম্পন্ন। ☐ বি. ১. হস্তী অশ্ব রথ ও পদাতি-এই চার অঙ্গবিশিষ্ট সৈন্যবাহিনী; ২. সংগীতের প্রকারভেদ; ৩. দাবা খেলা, শতরঞ্জ খেলা। [সং. চতুর্ + অঙ্গ]।

চতুরশ্ব

চতুরশ্ব [ caturaśba ] বি. চারটি ঘোড়া। ☐ বিণ. চার ঘোড়াবিশিষ্ট (চতুরশ্ব রথ)। [সং. চতুর্ + অশ্ব]।

চতুরস্র

চতুরস্র [ caturasra ] বিণ. ১. চতুষ্কোণ, চারকোনা (চতুরস্র কক্ষ); ২. চৌরস, উঁচুনিচু নয় এমন (চতুরস্র ভূমি); ৩. নিঁখুত, নির্দোষ (চতুরস্র সিদ্ধান্ত)। [সং. চতুর্ + অস্র]।

চতুরানন

চতুরানন [ caturānana ] বি. চার মুখ যাঁর, চতুর্মুখ, ব্রহ্মা। [সং. চতুর্ + আনন]।

চতুরালি

চতুরালি [ caturāli ] বি. চাতুরী, ছল, ছলনা, চালাকি। [সং. চতুর + বাং. আলি]।