চকোলেট

চকোলেট [ cakōlēṭa ] বি. কোকো চিনি প্রভৃতি দিয়ে তৈরি এবং চুষে খেতে হয় এমন লজেন্সজাতীয় মিঠাইবিশেষ। [ইং. chocolate]।

চক্রায়ুধ

চক্রায়ুধ [ cakrāẏudha ] বি. বিষ্ণু, চক্র যাঁর আযুধ বা অস্ত্র। [সং. চক্র + আয়ুধ]।

চক্রাবর্ত

চক্রাবর্ত [ cakrābarta ] বি. মণ্ডলাকারে আবর্তন, ঘুরপাক। [সং. চক্র + আবর্ত]।

চক্রান্ত

চক্রান্ত [ cakrānta ] বি. ষড়যন্ত্র, কারও অনিষ্ট করার জন্য গুপ্ত ফন্দি। [সং. চক্র + অন্ত]। চক্রান্তকারী (-রিন্) বিণ. বি. ষড়যন্ত্রকারী।

চক্রাকার

চক্রাকার [ cakrākāra ] বিণ. চাকার মতো আকৃতিবিশিষ্ট, গোল (চক্রাকার ক্ষেত্র, চক্রাকার মাঠ)। [সং. চক্র + আকার]।

চক্রবত্

চক্রবত্ [ cakra-bat ] বিণ. ক্রি-বিণ. চক্রের মতো (চক্রবত্ বিশ্বজগত্, চক্রবত্ ঘুরছে)। [সং. চক্র + বত্]।

চক্কর

চক্কর [ cakkara ] বি. ১. চাকা, চক্র; ২. আবর্ত; ৩. চতুর্দিকে ঘুরবার চক্রাকার পথ (ঘোড়দৌড়ের চক্কর); ৪. দেহে, বিশেষত সাপের দেহে বা মাথায়, চক্রাকার চিহ্ন (কুলোপানা চক্কর); ৫. ঘুরপাক, ভ্রমণ (মাঠে একটা চক্কর দিয়ে আসি); ৬. ঘূর্ণন (মাথাটা চক্কর দিয়ে উঠল); ৭. কয়েকটি গ্রামের সমষ্টি। [সং. চক্র]।

চটপটে

চটপটে বিণ. ১. ক্ষিপ্রকারী, তত্পর; ২. চালাকচতুর (খুব চটপটে ছেলে)।

চটপট

চটপট [ caṭa-paṭa ] ক্রি-বিণ. খুব তাড়াতাড়ি, অতি দ্রুত (চটপট কাজ সারো)। [দেশি]।