ক্ষ

ক্ষতিবৃদ্ধি

ক্ষতিবৃদ্ধি–বি. লাভ-লোকসান (তার সাহায্য না পেলেও এমন কিছু ক্ষতিবৃদ্ধি হবে না)।
ক্ষ

ক্ষতিপূরণ

ক্ষতিপূরণ–বি. লোকসানের মূল্যদান; লোকসান পুষিয়ে দেওয়া।
ক্ষ

ক্ষতি

ক্ষতি [ kṣati ] বি. ১. হানি, অনিষ্ট (শরীরের ক্ষতি, বন্যায় ফসলের ক্ষতি); ২. ক্ষয়, অবক্ষয়; ৩. লোকসান (অনেক টাকার ক্ষতি হয়ে গেল); ৪. ন্যূনতা (মধুর অভাবে গুড় কিনে দিলেও ক্ষতি নেই)। [সং. ক্ষণ্ + তি]। ক্ষতিগ্রস্ত–বিণ. ক্ষতি ভোগ করছে এমন; (যার) ক্ষতি হয়েছে এমন। ক্ষতিপূরণ–বি. লোকসানের মূল্যদান; লোকসান পুষিয়ে দেওয়া। ক্ষতিবৃদ্ধি–বি. লাভ-লোকসান (তার সাহায্য না পেলেও এমন কিছু ক্ষতিবৃদ্ধি হবে না)। ক্ষতিসাধন–বি. অনিষ্ট।
ক্ষ

ক্ষত্তা

ক্ষত্তা [ kṣattā ] (-ত্তৃ) বি. ১. ক্ষত্রিয়া বা বৈশ্যা নারীর গর্ভে শুদ্রের ঔরসজাত সন্তান; ২. সারথি; ৩. দাসীপুত্র; ৪. বিদুর। [সং. √ ক্ষদ্ + তৃ + আ]।
ক্ষ

ক্ষত্রধর্ম

ক্ষত্রধর্ম–ক্ষত্রিয়ের পালনীয় ধর্ম; (ক্ষত্রিয়ের) সাহস, পুরুষকার বীরত্ব ইত্যাদি।
ক্ষ

ক্ষত্রকর্ম

ক্ষত্রকর্ম–বি. ক্ষত্রিয়ের পক্ষে উচিত কর্ম, ক্ষত্রিয়ের যোগ্য কাজ।
ক্ষ

ক্ষত্র

ক্ষত্র [ kṣatra ] বি. ক্ষত্রিয় জাতি। [সং. ক্ষত্ + √ঐ + অ]। ক্ষত্রকর্ম–বি. ক্ষত্রিয়ের পক্ষে উচিত কর্ম, ক্ষত্রিয়ের যোগ্য কাজ। ক্ষত্রতেজ–বি. ক্ষত্রিয়ের পক্ষে যোগ্য পরাক্রম। ক্ষত্রধর্ম–ক্ষত্রিয়ের পালনীয় ধর্ম; (ক্ষত্রিয়ের) সাহস, পুরুষকার বীরত্ব ইত্যাদি। ক্ষত্রবন্ধু–বি. অপকৃষ্ট ক্ষত্রিয়।