ক্ষ

ক্ষণিক

ক্ষণিক–বিণ. ক্ষণস্হায়ী (ক্ষণিক আমোদে মত্ত);  বি. ক্ষণকাল (‘ক্ষণিকের অতিথি’: রবীন্দ্র)।
ক্ষ

ক্ষণে

ক্ষণে–ক্রি-বিণ. মুহূর্তের ব্যবধানে; এক সময়ে (‘ক্ষণে হাতে দড়ি, ক্ষণে চাঁদ’)।
ক্ষ

ক্ষণেক

ক্ষণেক–বি. অতি অল্প সময় (ক্ষণেকের জন্য)।  ক্রি-বিণ. এক মুহূর্তের জন্য (‘দাঁড়াও, ক্ষণেক দাঁড়াও’: রবীন্দ্র)।
ক্ষ

ক্ষণে ক্ষণে

ক্ষণে ক্ষণে–ক্রি-বিণ. মহুর্মুহু, ঘনঘন; থেকে থেকে (মেঘের চেহারা ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে)।
ক্ষ

ক্ষতশৌচ

ক্ষতশৌচ–বি. দেহ আঘাতপ্রাপ্ত হওয়ার দরুন অথবা দেহ থেকে রক্তস্রাবজনিত অশুদ্ধি।
ক্ষ

ক্ষতস্হান

ক্ষতস্হান–বি. যে স্হানে আঘাত লেগেছে; যে স্হান ক্ষত হয়েছে (ক্ষতস্হানে ওষুধ লাগানো)।
ক্ষ

ক্ষতবিক্ষত

ক্ষতবিক্ষত–বিণ. (সর্বাঙ্গ) আঘাতে আঘাতে ছিন্নভিন্ন হয়েছে এমন।
ক্ষ

ক্ষতিবৃদ্ধি

ক্ষতিবৃদ্ধি–বি. লাভ-লোকসান (তার সাহায্য না পেলেও এমন কিছু ক্ষতিবৃদ্ধি হবে না)।