ক্ষ

ক্ষণ

ক্ষণ–বি.  ১. কালের অংশবিশেষ, এক মুহূর্তের ১২ ভাগের এক ভাগ, ৪ মিনিট;  ২. অতি অল্প সময় (ক্ষণকালও বিলম্ব যেন না হয়);  ৩. সময় (বহুক্ষণ আগে);  ৪. বিশেষ কাল (শুভক্ষণ)। [সং. √ ক্ষণ্ + অ]।
ক্ষ

ক্ষণচর

ক্ষণচর–বিণ. অল্পকাল বিচরণকারী; অল্পকালস্হায়ী।
ক্ষ

ক্ষণজন্মা

ক্ষণজন্মা (-ন্মন্)–বিণ.  ১. শুভ মুহূর্তে জাত;  ২. ভাগ্যবান; ৩. অসাধারণ গুণসম্পন্ন (ক্ষণজন্মা মহাপুরুষ)।
ক্ষ

ক্ষণভঙ্গুর

ক্ষণভঙ্গুর–বিণ, অল্পকালের মধ্যেই ভেঙে যায় বা নষ্ট হয় এমন।
ক্ষ

ক্ষণস্হায়ী

ক্ষণস্হায়ী (-য়িন্)–বিণ. বেশিক্ষণ থাকে না এমন; অল্পকাল থাকে এমন।