ক্ষ

ক্ষতি

ক্ষতি [ kṣati ] বি.
১. হানি, অনিষ্ট (শরীরের ক্ষতি, বন্যায় ফসলের ক্ষতি);
২. ক্ষয়, অবক্ষয়;
৩. লোকসান (অনেক টাকার ক্ষতি হয়ে গেল);
৪. ন্যূনতা (মধুর অভাবে গুড় কিনে দিলেও ক্ষতি নেই)।

[সং. ক্ষণ্ + তি]।

ক্ষতিগ্রস্ত–বিণ. ক্ষতি ভোগ করছে এমন; (যার) ক্ষতি হয়েছে এমন।

ক্ষতিপূরণ–বি. লোকসানের মূল্যদান; লোকসান পুষিয়ে দেওয়া।

ক্ষতিবৃদ্ধি–বি. লাভ-লোকসান (তার সাহায্য না পেলেও এমন কিছু ক্ষতিবৃদ্ধি হবে না)।

ক্ষতিসাধন–বি. অনিষ্ট।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।