ক্ষ

ক্ষত্রিয়া

ক্ষত্রিয়া, ক্ষত্রিয়াণী–বি. (স্ত্রী.) ক্ষত্রিয়জাতীয়া নারী।
ক্ষ

ক্ষত্রিয়

ক্ষত্রিয় [ kṣatriẏa ] বি. ১. হিন্দু চতুর্বর্ণের দ্বিতীয় বর্ণ; ২. ক্ষেত্রী বা ছত্রী জাতি। [সং. ক্ষত্র + ইয় (স্বার্থে)]। ক্ষত্রিয়া, ক্ষত্রিয়াণী–বি. (স্ত্রী.) ক্ষত্রিয়জাতীয়া নারী। ক্ষত্রিয়ী–বি. (স্ত্রী.) ক্ষত্রিয়ের পত্নী।
ক্ষ

ক্ষত্রী

ক্ষত্রী [ kṣatrī ] বি. ক্ষত্রিয় জাতি; ক্ষেত্রী বা ছত্রী জাতি। [সং. ক্ষত্র + ইন্]।
ক্ষ

ক্ষন্তব্য

ক্ষন্তব্য [ kṣantabya ] বিণ. ক্ষমার যোগ্য বা ক্ষমা করা উচিত এমন। [সং. √ ক্ষম্ + তব্য]।
ক্ষ

ক্ষপণক

ক্ষপণক [ kṣapaṇaka ] বি. ১. বৌদ্ধ সন্ন্যাসী সম্প্রদায়বিশেষ; ২. মহারাজ বিক্রমাদিত্যের ‘নবরত্নে’র অন্যতম। [সং. √ ক্ষপ্ + অন + ক (স্বার্থে)]।
ক্ষ

ক্ষন্তা

ক্ষন্তা [ kṣantā ] (-ন্তৃন্) বি. যে ক্ষমা করা। [সং. √ ক্ষম্ + তৃন্]।
ক্ষ

ক্ষপা

ক্ষপা [ kṣapā ] বি. রাত্রি। [সং. √ ক্ষপি (কর্মপ্রচেষ্টা ক্ষয় করানো) + অ + আ]। ক্ষপাকর–বি. চাঁদ।