স্বচ্ছন্দ

স্বচ্ছন্দ [ sbacchanda ] বিণ. 1 অবাধ; 2 স্বাধীন; 3 স্বীয় ইচ্ছানুযায়ী (স্বচ্ছন্দ গতি); 4 সুস্হ; 5 অযত্নজাত (ফুলের স্বচ্ছন্দ বিকাশ)। ☐ বি. 1 স্বীয় ইচ্ছা; 2 স্বেচ্ছাচার। [সং. স্ব + ছন্দ]। বি. স্বাচ্ছন্দ্য, স্বচ্ছন্দতা। স্বচ্ছন্দে ক্রি-বিণ. 1 সাবলীলভাবে; 2 অনায়াসে; 3 অবাধে; 4 স্বীয় ইচ্ছামতো; 5 স্বাধীনভাবে (সুখে-স্বচ্ছন্দে জীবনযাপন)।

স্বচ্ছত্ব

স্বচ্ছতা, স্বচ্ছত্ব বি. স্বচ্ছ। স্বচ্ছ [ sbaccha ] বিণ. 1 দৃষ্টিদ্বারা বা আলোকদ্বারা ভেদ্য; 2 প্রতিবিম্বধারণে সমর্থ; 3 অতি নির্মল (স্বচ্ছসলিলা, স্বচ্ছ দৃষ্টি)। [সং. সু + অচ্ছ]।

স্বচ্ছতা

স্বচ্ছতা, স্বচ্ছত্ব বি. স্বচ্ছ। স্বচ্ছ [ sbaccha ] বিণ. 1 দৃষ্টিদ্বারা বা আলোকদ্বারা ভেদ্য; 2 প্রতিবিম্বধারণে সমর্থ; 3 অতি নির্মল (স্বচ্ছসলিলা, স্বচ্ছ দৃষ্টি)। [সং. সু + অচ্ছ]।

স্বচ্ছ

স্বচ্ছ [ sbaccha ] বিণ. 1 দৃষ্টিদ্বারা বা আলোকদ্বারা ভেদ্য; 2 প্রতিবিম্বধারণে সমর্থ; 3 অতি নির্মল (স্বচ্ছসলিলা, স্বচ্ছ দৃষ্টি)। [সং. সু + অচ্ছ]। বি. স্বচ্ছতা, স্বচ্ছত্ব। স্বচ্ছমণি বি. কাচ।

স্বখাতসলিল

স্বখাতসলিল বি. 1 নিজের দ্বারা খনন-করা জলাশয়ের জল; 2 (আল.) স্বীয় কৃত কর্মের ফল (স্বখাত-সলিলে ডুবে মরা)।

স্বখাত

স্বখাত [ sbakhāta ] বিণ. নিজেই খনন করেছে এমন। [সং. স্ব + খাত]। স্বখাতসলিল বি. 1 নিজের দ্বারা খনন-করা জলাশয়ের জল; 2 (আল.) স্বীয় কৃত কর্মের ফল (স্বখাত-সলিলে ডুবে মরা)।

স্বকৃতভঙ্গ

স্বকৃতভঙ্গ বিণ. কুলীনবংশে বিবাহ-ব্যাপারে প্রথমবার কৌলীন্যপ্রথা-লঙ্ঘনকারী।

স্বকৃত

স্বকৃত [ sbakṛta ] বিণ. নিজের দ্বারা কৃত। [সং. স্ব + কৃত]। স্বকৃতভঙ্গ বিণ. কুলীনবংশে বিবাহ-ব্যাপারে প্রথমবার কৌলীন্যপ্রথা-লঙ্ঘনকারী।

স্বকীয়তা

স্বকীয়তা বি. স্বকীয় । স্বকীয় [ sbakīẏa ] বিণ. নিজের, স্বীয় (স্বকীয় বিশিষ্টতা)। [সং. স্ব + (ক-আগম) + ঈয়]।