সরলকোণ

সরলকোণ–বি. (জ্যামি.) দুই সমকোণ বা ১৮০ ডিগ্রি পরিমিত কোণ, straight angle.

সন্নিহিতকোণ

সন্নিহিতকোণ–বি. (জ্যামি.) এক সরলরেখার উপর অপর সরলরেখা স্হাপিত হলে পাশাপাশি যে-দুটি কোণ উত্পন্ন হয় তাদের যে-কোনোটি, adjacent angle.

সওদাগর

সওদাগর [ sōdā-gara ] বি. বণিক, বড়ো ব্যবসায়ী। [ফা.]। সওদাগরি বিণ. বণিক বা বাণিজ্য-সম্বন্ধীয় (সওদাগরি অফিস)। ☐ বি. সওদাগরের কাজ, বাণিজ্য।

সওদা

সওদা [ sōdā ] বি. ১. ক্রয়, খরিদ, কেনাকাটা; ২. পণ্যদ্রব্য। [ফা. সওদা]।

সওগাত

সওগাত [ sō-gāta ] বি. উপঢৌকন, ভেট। [তুর. সওগত্]।

স্থূলকোণ

স্থূলকোণ–বি. (জ্যামি.) এক সমকোণের চেয়ে বড় কিন্তু দুই সমকোণের চেয়ে ছোট কোণ, obtuse angle.

সূক্ষ্মকোণ

সূক্ষ্মকোণ–বি. (জ্যামি.) সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর কোণ, acute angle.

সওদাগরি

সওদাগরি বিণ. বণিক বা বাণিজ্য-সম্বন্ধীয় (সওদাগরি অফিস)। ☐ বি. সওদাগরের কাজ, বাণিজ্য।

সংকর

সংকর [ saṅkara ] বিণ. ১. একজাতীয় পুরুষ এবং অন্য জাতীয় স্ত্রীর মিলনজাত ব্যক্তি জাতি বা জীব (বর্ণসংকর, সংকরজাতীয় গোরু); ২. (বিজ্ঞা.) বিভিন্ন জাতির মিশ্রণে জাত প্রাণী বা উদ্ভিদ, hybrid (বি. প.); ৩. মিশ্রণ, মিলন; ৪. পরস্পরবিরুদ্ধ পদার্থের একত্র অবস্হান; ৫. (অল.) পরস্পর-নির্ভরশীল একাধিক অলংকারের একত্র অবস্হান বা সমাবেশ (তু. সংসৃষ্টি)। [সং. সম্ + √ কৃ + অ]। সংকরীকরণ বি. একত্রীকরণ; জাতিভ্রংশ করা।

সংকর্ষণ

সংকর্ষণ [ saṅkarṣaṇa ] বি. ১. সজোরে আকর্ষণ; ২. কৃষিকর্ম; ৩. বলরাম। [সং. সম + কর্ষণ]।