সঙ

সং, সঙ [ sa, ṃsaṅa ] বি. অদ্ভুত পোশাকধারী হাস্যকৌতুককারী অভিনেতা বা বিনোদনকারী (সং সাজা, গাজনের সং)। [দেশি]।

সং

সং, সঙ [ sa, ṃsaṅa ] বি. অদ্ভুত পোশাকধারী হাস্যকৌতুককারী অভিনেতা বা বিনোদনকারী (সং সাজা, গাজনের সং)। [দেশি]।

সওয়ালজবাব

সওয়ালজবাব বি. ১. প্রশ্নোত্তর; ২. মোকদ্দমায় উকিলের বাদপ্রতিবাদ।

সওয়াল

সওয়াল [ sōẏāla ] বি. ১. প্রশ্ন (সওয়ালজবাব); ২. জেরা। [আ. সওয়াল]। সওয়ালজবাব বি. ১. প্রশ্নোত্তর; ২. মোকদ্দমায় উকিলের বাদপ্রতিবাদ।

সওয়ারি

সওয়ারি বিণ. বি. যানবাহনে আরোহী (টাঙার সওয়ারি)। ☐ বি. যানবাহন।

সওয়ার

সওয়ার [ sōẏāra ] বি. ১. আরোহী (ঘোড়সওয়ার); ২. অশ্বারোহী। ☐ বিণ. আরূঢ় (সওয়ার হওয়া)। [ফা. সওয়ার]। সওয়ারি বিণ. বি. যানবাহনে আরোহী (টাঙার সওয়ারি)। ☐ বি. যানবাহন।

সংকীর্ণ

সংকীর্ণ [ saṅkīrṇa ] বিণ. ১. অপ্রশস্ত (সংকীর্ণ স্হান); ২. সংকুচিত (সংকীর্ণ সীমা, সংকীর্ণ পথ); ৩. অনুদার (সংকীর্ণ হৃদয়); ৪. সমাকীর্ণ; ৫. নানাবিধ বস্তুতে বা বহুলোকে সমাকীর্ণ। [সং. সম্ + √ কৃ + ত]। বি. সংকীর্ণতা।

সংকুল

সংকুল [ saṅkula ] বিণ. ১. পরিপূর্ণ, সমাকীর্ণ (বিপত্সংকুল, বিঘ্নসংকুল, শ্বাপদসংকুল); ২. মিশ্রিত; ৩. সংকীর্ণ। [সং. সম্ + √ কুল্ + অ]।