সংকীর্ণ

সংকীর্ণ [ saṅkīrṇa ] বিণ. ১. অপ্রশস্ত (সংকীর্ণ স্হান); ২. সংকুচিত (সংকীর্ণ সীমা, সংকীর্ণ পথ); ৩. অনুদার (সংকীর্ণ হৃদয়); ৪. সমাকীর্ণ; ৫. নানাবিধ বস্তুতে বা বহুলোকে সমাকীর্ণ। [সং. সম্ + √ কৃ + ত]। বি. সংকীর্ণতা।

সংক্রান্তি

সংক্রান্তি [ saṅkrānti ] বি. ১. সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে গমন; ২. সঞ্চার, গমন; ৩. ব্যাপ্তি; ৪. বাংলা মাসের শেষ দিন। [সং. সম্ + ক্রান্তি]।

সংক্রান্ত

সংক্রান্ত [ saṅkrānta ] বিণ. ১. সম্পর্কিত, সংসৃষ্ট; সম্বন্ধীয় (মোকদ্দমাসংক্রান্ত দলিল); ২. সঞ্চারিত; ৩. ব্যাপ্ত; ৪. প্রাপ্ত; ৫. প্রবিষ্ট। [সং. সম্ + √ ক্রম্ + ত়]।

সংকট

সংকট [ saṅkaṭa ] বি. ১. কঠিন বিপদ বা সমস্যা (বিষম সংকটে পড়েছে); ২. অতি সংকীর্ণ পথ (গিরিসংকট)। ☐ বিণ. ১. বিপজ্জনক (সংকটাবস্হা); ২. সংকীর্ণ; ৩. অভেদ্য; ৪. নিবিড়। [সং. সম্ + √ কট্ + অ]। সংকটমোচন বি. বিপদ থেকে উদ্ধার। সংকটাপন্ন বিণ. বিপদগ্রস্ত।

সংকেত

সংকেত [ saṅkēta ] বি. ১. ইঙ্গিত, ইশারা (তার দিকে সংকেত করল); ২. অভিপ্রায়সূচক চেষ্টা, নিয়ম; ৩. লক্ষণ, চিহ্ন (ঝড়ের সংকেত); ৪. সন্ধান, সূত্র; ৫. শব্দের অর্থবোধনশক্তি অভিধা; ৬. নায়ক-নায়িকার গোপনে মিলিত হবার স্হান বা মিলনব্যবস্হা। [সং. সম্ + √ কিত্ + অ]।

সংকুলান

সংকুলান [ saṅkulāna ] বি. ১. যাতে কুলায় এমন অবস্হা, যথেষ্ট বা প্রয়োজনানুগ হওয়ার অবস্হা (স্হানসংকুলান হওয়া); ২. পর্যাপ্তি। [সং. সম্ + বাং. √ কুলা + আন]।