প্রাণসংকট

প্রাণসংশয়, প্রাণসংকট বি. মৃত্যুর আশঙ্কা, জীবনসংকট।

প্রাণসংশয়

প্রাণসংশয়, প্রাণসংকট বি. মৃত্যুর আশঙ্কা, জীবনসংকট।

প্রাণহন্তা

প্রাণহন্তা (ন্তৃ) বিণ. হত্যাকারী। স্ত্রী. প্রাণহন্ত্রী।

প্রাণসঞ্চার

প্রাণসঞ্চার বি. মৃত জড় বা অচেতন দেহকে সজীব করা; (আল.) উত্সাহ বা প্রেরণা দান।

প্রাণহীন

প্রাণশূন্য, প্রাণহীন বিণ. মৃত; জড়; উদ্যমহীন; হৃদয়হীন।

প্রাণশূন্য

প্রাণশূন্য, প্রাণহীন বিণ. মৃত; জড়; উদ্যমহীন; হৃদয়হীন।

প্রাণপাখি

প্রাণপাখি বি. খাঁচায় বদ্ধ পাখির মতো দেহগত প্রাণ।