প্ল্যান

প্ল্যান [ plyāna ] বি. ১. নকশা; ২. পরিকল্পনা; ৩. ফন্দি (শত্রুকে জব্দ করার প্ল্যান আঁটা)। [ইং. plan]।

প্যানচেট

প্যানচেট [ pyāna-cēṭa ] বি. ১. প্রেতাত্মাকে আকর্ষণ বা আবাহন করার জন্য ত্রিকোণ টেবিলবিশেষ; ২. প্রেতাত্মাকে আকর্ষণ করা। [ফা. প্লাঁশেত্ plancette]।

প্ল্যানেটারিয়ম

প্ল্যানেটারিয়ম [ plyānē-ṭāriẏama ] বি. গ্রহনক্ষত্রের অবস্হান গতি প্রভৃতির প্রদর্শশালা। [ইং. planetarium]।

প্ল্যাস্টিক

প্ল্যাস্টিক [ plyāsṭika ] বি. রাসায়নিক প্রক্রিয়ার তৈরি শক্ত ও নমনীয় পদার্থবিশেষ। [ইং. plastic]।

প্রবৃদ্ধকোণ

প্রবৃদ্ধকোণ–বি. (জ্যামি.) দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ অপেক্ষা ছোট কোণ, reflex angle.

পথের কাঁটা

পথের কাঁটা–বি. বাধা, পথের প্রতিবন্ধক; উন্নতি বা সাফল্যের পথে বাধা।

প১–বাংলা বর্ণমালার একবিংশ ব্যঞ্জনবর্ণ; ঔষ্ঠ্য প্ ধ্বনির দ্যোতক বর্ণ। -প২–বিণ.  ১. পালনকারী (গোপ, নৃপ)। ২. পানকারী (মধুপ, পাদপ)। [সং. √ পা + অ]।

প্লেট

প্লেট [ plēṭa ] বি. থালা, রেকাবি বা ডিশজাতীয় বাসন। [ইং. plate]।

প্ল্যাটফর্ম

প্ল্যাটফর্ম [ plyāṭa-pharma ] বি. ১. রেলস্টেশনে গাড়ি ভিড়বার বা যাত্রীদের অপেক্ষার স্হান; ২. মঞ্চ। [ইং. platform]।