প্লুরিসি

প্লুরিসি [ plurisi ] বি. ফুসফুসের আবরক ঝিল্লির প্রদাহজনিত রোগবিশেষ। [ইং. pleurisy]।

প্লেগ

প্লেগ [ plēga ] বি. দ্রুত ছড়িয়ে পড়ে এমন মারাত্মক সংক্রামক ব্যাধিবিশেষ। [ইং. pleague]।

প্লেট

প্লেট [ plēṭa ] বি. থালা, রেকাবি বা ডিশজাতীয় বাসন। [ইং. plate]।

প্ল্যাটফর্ম

প্ল্যাটফর্ম [ plyāṭa-pharma ] বি. ১. রেলস্টেশনে গাড়ি ভিড়বার বা যাত্রীদের অপেক্ষার স্হান; ২. মঞ্চ। [ইং. platform]।

প্ল্যাটিনাম

প্ল্যাটিনাম [ plyāṭi-nāma ] বি. অতি মূল্যবান ধাতুবিশেষ। [ইং. platinum]।

প্লাইউড

প্লাইউড [ plāi-uḍa ] বি. কাঠের পাতলা পাতলা ফলক জুড়ে তৈরি তক্তা। [ইং. plywood]।

প্লায়ার্স

প্লায়ার্স [ plāẏārsa ] বি. তার বাঁকাবার বা কোনোকিছু শক্ত করে ধরার সাঁড়াশিবিশেষ। [ইং. pliers]।

প্লাস্টার

প্লাস্টার [ plāsṭāra ] বি. ১. পুলটিস; ২. প্রলেপ; ৩. দেওয়ালে চুনবালি সিমেণ্ট ইত্যাদির প্রলেপ। [ইং. plaster]।

প্লিহা

প্লিহা [ plihā ] (-হন্) বি. ১. পাকস্হলীর বাঁদিকে অবস্হিত দেহযন্ত্রবিশেষ, পিলে, spleen; ২. প্লিহাবৃদ্ধিরোগ। [সং. √ প্লিহ্ + অ]।