নজর রাখা

চোখ রাখা, নজর রাখা ক্রি. বি. সতর্ক দৃষ্টি বা পাহারা দেওয়া।

নাম রাখা

নাম রাখা ক্রি. বি. 1 নাম দেওয়া (ছেলের কী নাম রাখলে?); 2 গৌরব বজায় রাখা (বাপের নাম রেখেছে)।

নিরাপদ ব্যবধান

নিরাপদ ব্যবধান বি. যতটা ব্যবধান থাকলে বিপদের আশঙ্কা থাকে না-তু. safe distance.

নাদা পেট

নাদা পেট বি. বিণ. ভুঁড়ি বা ভুঁড়িবিশিষ্ট।

ন্যায়সংগত

ন্যায়সংগত, ন্যায়সম্মত বিণ. যুক্তিযুক্ত, ন্যায্য।

ন্যায়ালয়

ন্যায়াধিকরণ, ন্যায়ালয় বি. বিচারালয়, আদালত।