নজরুলগীতি

নজরুলগীতি [ najarula-gīti ] বি. কাজি নজরুল ইসলামের রচিত গান।

নন্দিত

নন্দিত [ nandita ] বিণ. ১. আনন্দিত, আহ্লাদিত। [সং. √ নন্দ্ + ত]; ২. যাকে আনন্দ দেওয়া হয়েছে, তোষিত। [সং. √ নন্দ্ + ণিচ্ + ত]। বিণ. স্ত্রী. নন্দিতা।

নন্দনতত্ত্ব

নন্দনতত্ত্ব [ nandana-tattba ] বি. সৌন্দর্যবিষয়ক বিশেষ জ্ঞান বা বিদ্যা, কান্তিবিদ্যা, aesthetics. [সং. নন্দন (যা আনন্দ দেয়) + তত্ত্ব]।

নদ্ধ

নদ্ধ [ naddha ] বিণ. বদ্ধ, আবদ্ধ, আটকানো রয়েছে এমন। [সং. √ নহ্ + ত]।

নদ

নদ [ nada ] বি. নদী -র পুংলিঙ্গ, ব্রহ্মপুত্র, অজয়, দামোদর প্রভৃতি পুংবাচক নামযুক্ত জলপ্রবাহ। [সং. √ নদ্ + অ]।

নথ

নথ [ natha ] বি. নাকের এক পাশে পরবার গহনাবিশেষ। [হি. নথ]।

নত্তা

নত্তা [ nattā ] বি. নবজাতকের জন্মের নবম দিনে পালনীয় হিন্দু সংস্কারবিশেষ (‘নত্তা কৈল নয় দিনে’: ক. ক.)। [দেশি]।

নতোন্নত

নতোন্নত [ natōnnata ] বিণ. উঁচুনিচু, এবড়োখেবড়ো। [সং. নত + উন্নত]।

নতোদর

নতোদর [ natōdara ] বিণ. মধ্যভাগ নত এমন অর্থাত্ কড়াই চাটু প্রভৃতির পেটের মতো, concave. [সং. নত + উদর]।

নতুবা

নতুবা [ natubā ] অব্য. নচেত্, নইলে, অন্যথায়। [সং. ন + তু + বা]।