ধ ধ্বন্যাত্মক ধ্বন্যাত্মক [ dhbanyātmaka ] বিণ. ১. ধ্বনিমূলক; ২. শব্দের অনুকারমূলক, onomatopoeic. [সং. ধ্বনি + আত্মক]।
ধ ধ্বনন ধ্বনন [ dhbanana ] বি. ১. অব্যক্ত শব্দ করা; ২. গূঢ় অর্থের ইঙ্গিত দান; ৩. কোনো ধ্বনির অনুকরণ; ৪. (অল.) ব্যঞ্জিত হওয়ার ক্রিয়া, ব্যঞ্জনা। [সং. √ ধ্বন্ + অন]।
ধ ধোবিখানা ধোবিখানা [ dhōbi-khānā ] বি. ধোপার বাড়ি, ধোপার কাপড় ধোলাইয়ের জায়গা। [হি. ধোবী + ফা. খানা]।
ধ ধেইধেই ধেইধেই [ dhēi-dhēi ] বি. অব্য. ১. তাণ্ডব নৃত্যের ভঙ্গি বা শব্দ; ২. নির্লজ্জ বা উদ্দাম নাচের ভঙ্গি (ধেইধেই করে নেচে বেড়ানো); ৩. নির্লজ্জভাবে ঘুরে বেড়ানোর ভাব। [ধ্বন্যা.]।