ধটক

ধট, ধটক [ dhaṭa, dhaṭaka ] বি. ওজন করার যন্ত্র, তুলাদণ্ড বা তুলাযন্ত্র। [সং. √ ধণ (=শব্দ) + অ, ণ=ট, বিকল্পে √ ধন্ + ট]।

ধট

ধট, ধটক [ dhaṭa, dhaṭaka ] বি. ওজন করার যন্ত্র, তুলাদণ্ড বা তুলাযন্ত্র। [সং. √ ধণ (=শব্দ) + অ, ণ=ট, বিকল্পে √ ধন্ + ট]।

ধকল

ধকল [ dhakala ] বি. ১. ধাক্কা; ২. কাজের চাপ, খাটুনি (রোগা শরীরে এত ধকল কি সইবে?); ৩. ব্যবহারজনিত ক্ষয় (ঘড়িটা খুব ধকল সয়েছে); ৪. উপদ্রব, উত্পাত (সংসারের ধকল)। [হি. ধকল্, ঢকেল্ (=ধাক্কা)]।

ধক

ধক [ dhaka ] বি. অব্য. ১. হঠাত্ আগুন জ্বলে ওঠার চাপা আওয়াজ; ২. হৃত্পিণ্ডে প্রবল স্পন্দনের শব্দ (বুকের ভিতর ধক করে উঠল)। [ধ্বন্যা.]। ধক ধক অব্য. বি. ১. আগুন জ্বলে ওঠার এবং উত্তরোত্তর বৃদ্ধির অব্যক্ত আওয়াজ; ২. ভয় ইত্যাদির জন্য হৃত্পিণ্ডের ক্রমাগত প্রবল স্পন্দনের শব্দ। ধকধকানি বি. প্রবল স্পন্দন।

ধক ধক

ধক ধক অব্য. বি. ১. আগুন জ্বলে ওঠার এবং উত্তরোত্তর বৃদ্ধির অব্যক্ত আওয়াজ; ২. ভয় ইত্যাদির জন্য হৃত্পিণ্ডের ক্রমাগত প্রবল স্পন্দনের শব্দ।

ধ–বাংলা বর্ণমালার ঊনবিংশ ব্যঞ্জনবর্ণ, এবং মহাপ্রাণ দন্ত্য ঘোষধ্বনি ধ্-এর দ্যোতক বর্ণ।

ধড়াস ধড়াস

ধড়াস ধড়াস বি. অব্য. ক্রমাগত জোরে হৃত্স্পন্দনধ্বনি; প্রবল ধড়ফড়।

ধড়া

ধড়া [ dhaḍā ] বি. ধটি, কটিবস্ত্র (পীতধড়া)। [সং. ধটিকা]। ধড়াচূড়া, (কথ্য) ধড়াচুড়ো বি. ১. শ্রীকৃষ্ণের কটিবাস ও মুকুট; ২. (কৌতুকে বা ব্যঙ্গে) সাজপোশাক, কোটপ্যাণ্ট জাতীয় ভারী পোশাক (এই অবেলায় ধড়াচুড়ো পরে কোথায় চললে?)।

ধড়াচূড়া

ধড়াচূড়া, (কথ্য) ধড়াচুড়ো বি. ১. শ্রীকৃষ্ণের কটিবাস ও মুকুট; ২. (কৌতুকে বা ব্যঙ্গে) সাজপোশাক, কোটপ্যাণ্ট জাতীয় ভারী পোশাক (এই অবেলায় ধড়াচুড়ো পরে কোথায় চললে?)।