ধড়াস ধড়াস

ধড়াস ধড়াস বি. অব্য. ক্রমাগত জোরে হৃত্স্পন্দনধ্বনি; প্রবল ধড়ফড়।

ধড়া

ধড়া [ dhaḍā ] বি. ধটি, কটিবস্ত্র (পীতধড়া)। [সং. ধটিকা]। ধড়াচূড়া, (কথ্য) ধড়াচুড়ো বি. ১. শ্রীকৃষ্ণের কটিবাস ও মুকুট; ২. (কৌতুকে বা ব্যঙ্গে) সাজপোশাক, কোটপ্যাণ্ট জাতীয় ভারী পোশাক (এই অবেলায় ধড়াচুড়ো পরে কোথায় চললে?)।

ধড়াচূড়া

ধড়াচূড়া, (কথ্য) ধড়াচুড়ো বি. ১. শ্রীকৃষ্ণের কটিবাস ও মুকুট; ২. (কৌতুকে বা ব্যঙ্গে) সাজপোশাক, কোটপ্যাণ্ট জাতীয় ভারী পোশাক (এই অবেলায় ধড়াচুড়ো পরে কোথায় চললে?)।

ধড়মড়

ধড়মড় [ dhaḍ-maḍ ] বি. অব্য. আকস্মিক চঞ্চলতা বা ব্যস্ততার ভাব (ধড়মড় করে বিছানা থেকে নামা)। [ধ্বন্যা.]।

ধড়ফড়

ধড়ফড় [ dhaḍ-phaḍ ] বি. অব্য. ১. অস্হিরতা বা হৃত্পিণ্ডের দ্রুত কম্পন (বুক ধড়ফড় করছে); ২. ছটফট (কাটা পাঁঠার মতো ধড়ফড় করছে)। [দেশি]। ধড়ফড়ানি বি. চঞ্চলতা, ছটফটানি।

ধড়

ধড় [ dhaḍ ] বি. ১. কাঁধ বা ঘাড় থেকে কোমর পর্যন্ত দেহাংশ; ২. মস্তকহীন দেহ; ৩. দেহ (‘যেন প্রাণ আসল ধড়ে’: নজরুল)। [হি.ধড়]।

ধটী

ধটি, ধটী [ dhaṭi, dhaṭī ] বি. ১. কটিবাস, কৌপীন, ধড়া (‘তোমার কটিতটের ধটি কে দিল রাঙিয়া’: রবীন্দ্র); ২. পুরোনো বস্ত্র। [সং. ধট + ইন্]।

ধটি

ধটি, ধটী [ dhaṭi, dhaṭī ] বি. ১. কটিবাস, কৌপীন, ধড়া (‘তোমার কটিতটের ধটি কে দিল রাঙিয়া’: রবীন্দ্র); ২. পুরোনো বস্ত্র। [সং. ধট + ইন্]।

ধন্বী

ধন্বী [ dhanbī ] (-ন্বিন্) বিণ. ধনুর্ধারী, তিরন্দাজ। [সং. ধন্ব + ইন্]।