ধর্মধ্বজ

ধর্মধ্বজ বিণ. ধর্মের চিহ্ন ধারণ করেছে এমন।

ধর্মধ্বজা

ধর্মধ্বজা বি. ধর্মের পতাকা; ধর্মের ভান করে এমন ব্যক্তি; লোক-দেখানো ধার্মিক ব্যক্তি।

ধর্মধ্বজী

ধর্মধ্বজী বিণ. 1 ধর্মের চিহ্নধারী;2 ধর্মের ভান করে এমন, বকধার্মিক।

ধর্মনাশ

ধর্মনাশ বি. 1 ধর্মের লোপ বা ক্ষতি; 2 সতীত্বনাশ।

ধর্মজীবন

ধর্মজীবন বি. ধর্মব্রতীর জীবন; সাধুর জীবন।

ধর্মঠাকুর

ধর্মঠাকুর বি. বৌদ্ধযুগের পরবর্তীকালে ব্রাহ্মণেতর জাতির উপাস্য দেবতা; শূন্যরূপ নিরঞ্জনদেব।

ধর্মত

ধর্মত, (বর্জি.) ধর্মতঃ (-তস্) ক্রি-বিণ. অব্য. ধর্মানুসারে (ধর্মত বলছি)।

ধর্মতত্ত্ব

ধর্মতত্ত্ব বি. ধর্মসম্বন্ধীয় শাস্ত্র; ধর্মের মর্ম বা দর্শন।