ধর্মচিন্তা

ধর্মচিন্তা বি. ধর্মবিষয়ক চিন্তা বা ধ্যান, আধ্যাত্মিক চিন্তা।

ধর্মচ্যুত

ধর্মচ্যুত বিণ. ধর্ম বা সততার পথ থেকে ভ্রষ্ট।

ধর্মকর্ম

ধর্মকর্ম বি. শাস্ত্রবিধি অনুযায়ী পুণ্যকর্ম।

ধর্মকাম

ধর্মকাম বিণ. ধর্মকর্ম অনুষ্ঠানকারী, পুণ্যার্জনকারী।

ধর্মগুরু

ধর্মগুরু বি. 1 ধর্মপ্রচারক; 2 সিদ্ধপুরুষ; 3 দীক্ষাগুরু।

ধর্মপুস্তক

ধর্মগ্রন্হ, ধর্মপুস্তক বি. 1 কোনো ধর্মের নীতিসংবলিত গ্রন্হ; 2 স্মৃতিশাস্ত্র।

ধর্মগ্রন্হ

ধর্মগ্রন্হ, ধর্মপুস্তক বি. 1 কোনো ধর্মের নীতিসংবলিত গ্রন্হ; 2 স্মৃতিশাস্ত্র।

ধর্মঘট

ধর্মঘট বি. 1 বৈশাখ মাসে ঘটনাদের ধর্মীয় ব্রত; 2 দাবিপূরণের জন্য কর্মচারী বা শ্রমিকদের দলবদ্ধভাবে কাজ বন্ধ করা।