টাকা ভাঙানো

টাকা ভাঙানো ক্রি. বি. বেশি মূল্যের মুদ্রা বা কাগজি মুদ্রার সঙ্গে সমপরিমাণ কিন্তু খুচরা মুদ্রার বিনিময় করা।

টাকা মারা

টাকা মারা ক্রি. বি. অন্যের টাকা আত্মসাত্ করা।

টাকায় টাকা আনে

টাকায় টাকা আনে – ব্যাবসা ইত্যাদিতে যত বেশি টাকা বিনিয়োগ করা হয় তত বেশি টাকা লাভ হয়।

টাকার মুখ দেখা

টাকার মুখ দেখা ক্রি. বি. অর্থলাভ করা; অর্থোপার্জনে সক্ষম হওয়া।

টাকা

টাকা [ ṭākā ] বি. ১. মুদ্রাবিশেষ; ভারতীয় মুদ্রার একক (১০০ পয়সায় ১ টাকা); ২. অর্থ, ধন (লোকটার যথেষ্ট টাকা আছে)। [সং. টঙ্ক]। টাকা ওড়ানো ক্রি. বি. অপব্যয় করা। টাকাকড়ি, টাকাপয়সা বি. নগদ অর্থ। টাকা করা ক্রি. বি. অর্থ উপার্জন ও সঞ্চয় করা। টাকা খাওয়া ক্রি. বি. ঘুষ নেওয়া। টাকা ভাঙানো ক্রি. বি. বেশি মূল্যের মুদ্রা বা কাগজি মুদ্রার সঙ্গে সমপরিমাণ কিন্তু খুচরা মুদ্রার বিনিময় করা। টাকা মারা ক্রি. বি. অন্যের টাকা আত্মসাত্ করা। টাকায় টাকা আনে ব্যাবসা ইত্যাদিতে যত বেশি টাকা বিনিয়োগ করা হয় তত বেশি টাকা লাভ হয়। টাকার আণ্ডিল, টাকার কুমির (আল.) অতি ধনশালী ব্যক্তি। টাকার গরম...

টাঙা

টাঙা১ [ ṭāṅā১ ] বি. টাট্টুঘোড়ায় টানা দুই চাকার গাড়িবিশেষ। [হি. টাঁগা]। টাঙা২ [ ṭāṅā২ ] ক্রি. টাঙানো, ঝুলানো। [সং. √ টঙ্ক + বাং. আ]। টাঙানো বি. ক্রি. ঝুলানো, লম্বিত করা, লটকানো (মশারি টাঙানো)। ☐ বিণ. উক্ত অর্থে। টাঙি, টাঙ্গি [ ṭāṅi, ṭāṅgi ] বি. কুঠারজাতীয় যুদ্ধাস্ত্রবিশেষ। [সং. টঙ্গ]।