ট টরটর টরটর [ ṭara-ṭara ] ক্রি-বিণ. ১. (চলন সম্বন্ধে) দ্রুত ও ছোট ছোট পদবিক্ষেপে (টরটর করে চলেছে); ২. (কথা বলা সম্বন্ধে) দ্রুত ও ঈষত্ আধোআধো ভাবে। [সং. ত্বর (দ্বিত্ব)]। টরটরে বিণ. দ্রুত ও ছোট ছোট পায়ে চলে এমন; কথাবার্তায় খুব চালাকচতুর ও চটপটে।
ট টনসিল টনসিল [ ṭana-sila ] বি. গলার মধ্যে জিহ্বার মূলদেশে স্হিত গ্ল্যাণ্ড বা গ্রন্হিদ্বয়। [ইং. tonsils]।
ট টপকানো টপকানো ক্রি. অতিক্রম করা, ডিঙানো। ☐ বি. উক্ত অর্থে। ☐ বিণ. অতিক্রান্ত; অতিক্রম করা হয়েছে এমন।
ট টপকা টপকা [ ṭapakā ] ক্রি. পার হওয়া; লাফিয়ে পার হওয়া। [হি. টপ]। টপকানো ক্রি. অতিক্রম করা, ডিঙানো। ☐ বি. উক্ত অর্থে। ☐ বিণ. অতিক্রান্ত; অতিক্রম করা হয়েছে এমন।