টলট্টল

টলট্টল [ ṭalaṭṭala ] বিণ. অত্যন্ত বিক্ষুব্ধ বা আন্দোলিত; উচ্ছলিত। [বাং. টল + টল]।

টলটলে

টলটলে বিণ. টলটল করে বা করছে এমন (টলটলে জল)।

টলটলায়মান

টলটলায়মান বিণ. টলে পড়ে যাবার উপক্রম হয়েছে এমন, পতনোম্মুখ (সিংহাসন টলটলায়মান)।

টলটল

টলটল [ ṭala-ṭala ] বি. তরস পদার্থের ঈষত্ আন্দোলন ও পরিপূর্ণতার লক্ষণ (পুকুরে জল টলটল করছে)। [ধ্বন্যা.]।

টল

টল১ [ ṭala ] দ্র টলন। টলটল [ ṭala-ṭala ] বি. তরস পদার্থের ঈষত্ আন্দোলন ও পরিপূর্ণতার লক্ষণ (পুকুরে জল টলটল করছে)। [ধ্বন্যা.]। টলটলানো ক্রি. টলটল করা। টলটলায়মান বিণ. টলে পড়ে যাবার উপক্রম হয়েছে এমন, পতনোম্মুখ (সিংহাসন টলটলায়মান)। টলটলে বিণ. টলটল করে বা করছে এমন (টলটলে জল)। টলট্টল [ ṭalaṭṭala ] বিণ. অত্যন্ত বিক্ষুব্ধ বা আন্দোলিত; উচ্ছলিত। [বাং. টল + টল]। টলন, টল২ [ ṭalana, ṭala২ ] বি. ১. বিচলন, স্খলন (কিছুতেই টলন নেই); ২. বিহ্বলতা। [সং. √ টল্ (ব্যাকুলতা) + অন, অ]।

টাকা করা

টাকা করা ক্রি. বি. অর্থ উপার্জন ও সঞ্চয় করা।