টক্কর

টক্কর [ ṭakkara ] বি. ১. হোঁচট, ঠোকর (টক্কর খাওয়া); ২. ধাক্কা; ৩. পাল্লা, প্রতিযোগিতা (তাকে টক্কর দেওয়া তোমার কাজ নয়)। [দেশি]।

ট্যাড়া

টেড়া, ট্যাড়া [ ṭēḍā, ṭyāḍā ] বিণ. ১. কুটিল, বাঁকা (টেড়া কথা); ২. রুক্ষ, উগ্র (টেড়া মেজাজ)। [তু. হি. টেঢ়া]।

টেড়া

টেড়া, ট্যাড়া [ ṭēḍā, ṭyāḍ় ] বিণ. ১. কুটিল, বাঁকা (টেড়া কথা); ২. রুক্ষ, উগ্র (টেড়া মেজাজ)। [তু. হি. টেঢ়া]।

টেক্কা মারা

টেক্কা দেওয়া, টেক্কা মারা ক্রি. বি. ১. পাল্লা দেওয়া; ২. প্রতিযোগিতায় হারিয়ে দেওয়া; প্রতিযোগীকে পিছনে ফেলে এগিয়ে যাওয়া।

টেক্কা দেওয়া

টেক্কা দেওয়া, টেক্কা মারা ক্রি. বি. ১. পাল্লা দেওয়া; ২. প্রতিযোগিতায় হারিয়ে দেওয়া; প্রতিযোগীকে পিছনে ফেলে এগিয়ে যাওয়া।

টিপন

টিপন, টিপনি, টিপুনি [ ṭipana, ṭipani, ṭipuni ] বি. ১. টেপন; ২. গোপন চিমটি; ৩. গুপ্ত সংকেত বা প্ররোচনা (এতে নিশ্চয় তার টিপুনি আছে)। অন্তরটিপুনি দ্র অন্তর। [টিপা দ্র]।

টেক্কা

টেক্কা [ ṭēkkā ] বি. ১. এক ফোঁটাযুক্ত তাস; ২. টক্কর, পাল্লা। [দেশি-তু. টক্কর]। টেক্কা দেওয়া, টেক্কা মারা ক্রি. বি. ১. পাল্লা দেওয়া; ২. প্রতিযোগিতায় হারিয়ে দেওয়া; প্রতিযোগীকে পিছনে ফেলে এগিয়ে যাওয়া।

টুক টুক

টুক টুক বি. ১. ক্রমাগত টুক শব্দ; ২. অক্ষমতার জন্য ধীরতাব্যঞ্জক (টুক টুক করে খায়); গুটিগুটি (টুক টুক করে চলে)।

টুসি

টুসকি, টুসি [ ṭusaki, ṭusi ] বি. টোকা; বুড়ো আঙুল ও মধ্যমা বা তর্জনী দিয়ে ক্ষিপ্র ও লঘু আঘাত। [তু. সং. ছোটিকা]।

টুসকি

টুসকি, টুসি [ ṭusaki, ṭusi ] বি. টোকা; বুড়ো আঙুল ও মধ্যমা বা তর্জনী দিয়ে ক্ষিপ্র ও লঘু আঘাত। [তু. সং. ছোটিকা]।