ট্যালকম পাউডার

ট্যালকম পাউডার [ ṭyālakama pāuḍāra ] বি. প্রসাধনী হিসাবে ব্যবহৃত সাদা রঙের মিহি অঙ্গরাগবিশেষ। [ইং. talcum powder]।

ট্যাবলেট

ট্যাবলেট [ ṭyāba-lēṭa ] বি. ওষুধের বড়ি। [ইং. tablet]।

ট্যানা

ট্যানা, ত্যানা [ ṭyānā, tyānā ] বি. মলিন ও ছিন্ন বস্ত্রখণ্ড বা বস্ত্র; কানি, ন্যাতা। [দেশি-তু. হি. তানা]।

ট্যাঙ্ক

ট্যাঙ্ক [ ṭyāṅka ] বি. ১. জলাধার, জলের বড় টোবাচ্চা; ২. কামান বা গোলাবারুদ বহনকারী সামরিক স্হলযানবিশেষ। [ইং. tank]।

ট্যাসল

ট্যাসল [ ṭyāsala ] বি. ১. ঝালর; ২. মেয়েদের চুল বাঁধার কিংবা কণ্ঠভূষণরূপে ব্যবহৃত ঝালরযুক্ত ফিতে। [ইং. tassel]।

ট্যাঙস ট্যাঙস

ট্যাঙস ট্যাঙস [ ṭyāṅasa ṭyāṅasa ] বি. পা টেনে টেনে অর্থাত্ অতি কষ্টে বা ক্লান্তভাবে চলা (ট্যাঙস ট্যাঙস করে চলা)। [ধ্বন্যা.]।

ট্যাক্সি

ট্যাক্সি [ ṭyāksi ] বি. ভাড়াটে মোটরগাড়ি। [ইং. taxi-cab]।

ট্যাক্স

ট্যাক্স [ ṭyāksa ] বি. কর, সরকারকে প্রদেয় কর; খাজনা; শুল্ক। [ইং. tax]।

ট্যাঁস

ট্যাঁস [ ṭyāmsa ] বি. (অবজ্ঞার্থে) মিশ্র বা দো-আঁশলা জাতি, ফিরিঙ্গি; ইউরেশীয়। [দেশি]।