টেপা

টেপা [ ṭēpā ] টিপা -র চলিত রূপ।

ট্যাঁকে গোঁজা

ট্যাঁকে গোঁজা ক্রি. বি. ১. কোমরের কাপড়ের মধ্যে গুঁজে রাখা; ২. (আল.) সম্পূর্ণ আত্মসাত্ করা বা আয়ত্তে আনা।

ট্যাঁক

ট্যাঁক, (বর্জি.) টেঁক [ ṭyānka, ṭēnka ] বি. ১. কোমর; ২. কোমরের কাপড় (ট্যাঁকে গোঁজা); ৩. (বিরল) নদীর বেঁকে যাওয়া তীর (‘গাঙ্গের টেঁক’)। [দেশি-তু. সং. কটি]। ট্যাঁকে গোঁজা ক্রি. বি. ১. কোমরের কাপড়ের মধ্যে গুঁজে রাখা; ২. (আল.) সম্পূর্ণ আত্মসাত্ করা বা আয়ত্তে আনা।

ট্যারা

টেরা, ট্যারা [ ṭērā, ṭyārā ] বি. বিণ. বাঁকা দৃষ্টি বা বাঁকা দৃষ্টিসম্পন্ন (ট্যারা চোখ)। [হি. টেড় < সং. টের; তু. টেরে বলিরকেকরৌ' (squint-eyed); অমরকোষ-টীকা]। টেরিয়ে যাওয়া (আল.) ক্রি. বি. (কথ্য) বিস্ময়ে চোখ ট্যারা হয়ে যাওয়া অর্থাত্ বোকা বনে যাওয়া।

টুটা

টুটা [ ṭuṭā ] ক্রি. বি. ১. ভেঙে যাওয়া; ভেঙে ফেলা; ২. দূর হওয়া; ৩. দূর করা; ৪. চূর্ণ করা বা হওয়া (‘টুটিল মোহ-কারা’: রবীন্দ্র)। [সং. √ ত্রুট্ + বাং. আ]। টুটই ক্রি. (ব্রজ.) ১. ভগ্ন হয় বা করে; ২. দূর করে। টুটত ক্রি. (ব্রজ.) ভগ্ন বা দূর হয়। টুটব ক্রি. (ব্রজ.) ভগ্ন, হ্রাসপ্রাপ্ত বা দূরীভূত হবে (‘টুটব বিরহক ওর’: বিদ্যা.)। টুটানো ক্রি. ভগ্ন বা দূরীভূত করা। ☐ বি. বিণ. উক্ত অর্থে। টুটায়ব ক্রি. (ব্রজ.) ভগ্ন বা দূরীভূত করবে।

টান টান

টান টান বিণ. আঁটসাঁট, টাইট; গর্বিত; চড়া (টান টান কথা)।

টান

টান [ ṭāna ] বি. ১. আকর্ষণ (স্নেহের টান, স্রোতের টান); ২. আঁট ভাব (দড়ির গিঁটের টান); ৩. বিড়ি, সিগারেট ইত্যাদির ধোঁয়া মুখে নেওয়া (বিড়ির টান); ৪. আসক্তি, মমতা (নাড়ির টান); ৫. অভাব (পয়সার টান); ৬. অত্যধিক চাহিদা (বাজারে ডিমের টান); ৭. হাঁপানি (টান উঠেছে); ৮. তুলি ইত্যাদির অঙ্কনভঙ্গি, ছাঁদ (তুলির টান); ৯. কথার বিশেষ সুর (কথায় পশ্চিমা টান); ১০. দেমাক, অহংকার (তার কথায় বড় টান)। [টানা২ দ্র]। টান টান বিণ. আঁটসাঁট, টাইট; গর্বিত; চড়া (টান টান কথা)।

টুটায়ব

টুটায়ব ক্রি. (ব্রজ.) ভগ্ন বা দূরীভূত করবে।

টুটানো

টুটানো ক্রি. ভগ্ন বা দূরীভূত করা। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

টুটব

টুটব ক্রি. (ব্রজ.) ভগ্ন, হ্রাসপ্রাপ্ত বা দূরীভূত হবে (‘টুটব বিরহক ওর’: বিদ্যা.)।