হন্তদন্ত

হন্তদন্ত [ hanta-danta ] বিণ. অতি ব্যস্ত ও উত্কণ্ঠিত, ব্যস্তসমস্ত। [দেশি]।

হন্তব্য

হন্তব্য [ hantabya ] বিণ. বধযোগ্য, হননীয়। [সং. √ হন্ + তব্য]।

হতোদ্যম

হতোদ্যম [ hatōdyama ] বিণ. উদ্যমহারা, ভগ্নোত্সাহ। [সং. হত + উদ্যম]।

হতাশা

হতাশা বি. নৈরাশ্য, আশাভঙ্গ।

হতাশ

হতাশ [ hatāśa ] বিণ. নিরাশ, আশাহীন। [সং. হত + আশা]। হতাশা বি. নৈরাশ্য, আশাভঙ্গ।

হতাহত

হতাহত [ hatāhata ] বিণ. হত ও আহত। [সং. হত + আহত]।

হপ্তা

হপ্তা [ haptā ] বি. সপ্তাহ; পরপর সাত দিন। [ফা. হফ্তা]।

হন্যমান

হন্যমান [ hanya-māna ] বিণ. নিহত হচ্ছে এমন। [সং. √ হন্ + মান (শানচ্)]।

হন্দর

হন্দর [ handara ] (বর্ত. অপ্র.) বি. ওজনের পরিমাণবিশেষ (১ হন্দর = ১১২ পাউণ্ড, ৫.৮ কিলোগ্রাম) [ইং. hundred weight]।

হদ

হদ [ hada ] বি. গর্ত। [সং. হ্রদ]।