হাতখরচা

হাতখরচ, হাতখরচা বি. ব্যক্তিগত খুচরো ব্যয়।

হাতখরচ

হাতখরচ, হাতখরচা বি. ব্যক্তিগত খুচরো ব্যয়।

হাতখালি

হাতখালি বিণ. ১ রিক্তহস্ত; ২ হাতের সমস্ত টাকা খরচ করে ফেলেছে এমন; ৩ নিরাভরণ হাতবিশিষ্ট।

হাত

হাত [ hāta ] বি. ১ প্রধানত কিছু ধরার জন্য এবং উঠানো নামানোর জন্য দেহের যে অঙ্গ ব্যবহার করা হয়, কনুই অথবা বগল থেকে আঙুলের ডগা পর্যন্ত দেহাংশ; ২ চব্বিশ অঙ্গুলি বা আঠারো ইঞ্চি পরিমিত দৈর্ঘ্যের মাপবিশেষ; ৩ (আল.) অধিকার, বশবর্তিতা (হাতে আসা, হাতের জিনিস); ৪ প্রভাব (হাত থাকা, হাত এড়ানো); ৫ সাহায্য বা বিরোধিতার জন্য যোগদান (কোনো ব্যাপারে হাত দেওয়া)। [প্রা. হত্থ < সং. হস্ত]। হাত আসা ক্রি. বি. অভ্যাস হওয়া। হাত কচলানো ক্রি. বি. দুই করতল ক্রমাগত ঘষে মিনতি করা বা প্রার্থনা করা। হাতকড়া, হাতকড়ি বি. কয়েদির দুই হাত বাঁধার জন্য লোহার বালা, handcuff (s). হাত করা ক্রি....

হাত কচলানো

হাত কচলানো ক্রি. বি. দুই করতল ক্রমাগত ঘষে মিনতি করা বা প্রার্থনা করা।

হাতকড়ি

হাতকড়া, হাতকড়ি বি. কয়েদির দুই হাত বাঁধার জন্য লোহার বালা, handcuff (s).

হাতকড়া

হাতকড়া, হাতকড়ি বি. কয়েদির দুই হাত বাঁধার জন্য লোহার বালা, handcuff (s).

হাত করা

হাত করা ক্রি. বি. অধিকারে বা স্বপক্ষে আনা।