হওন

হওন [ hōna ] বি. (আঞ্চ.) হওয়া; সংঘটন। [হওয়া দ্র]।

হইহই

হইচই, হইহই [ hi-ci, hi-hi ] বি. জোর গোলমাল। [ধ্বন্যা.]।

হইচই

হইচই, হইহই [ hi-ci, hi-hi ] বি. জোর গোলমাল। [ধ্বন্যা.]।

হাতেখড়ি

হাতেখড়ি–বি.  ১. বালক-বালিকাদের বিদ্যারম্ভের অনুষ্ঠানবিশেষ; ২. (আল.) কোনো কাজ আরম্ভ করা,  কার্যারম্ভ (পরিচারক হিসাবে তার সবে হাতেখড়ি হল)।

হ১–বাংলা ভাষার তেত্রিশতম ব্যঞ্জনবর্ণ এবং কণ্ঠনালীয় হ্ ধ্বনির বর্ণরূপ। হ২–ক্রি.  ১. ‘হওয়া’-র মধ্যম পুরুষের রূপ, অসম্ভ্রমে (দুর হ)। ২. (অপ্র.) শব্দের মাত্রাস্বরুপ (সেহ, বলহ, করহ)।

হকচকানো

হকচকানো বি. ক্রি. বিস্ময়ে অভিভূত হওয়া, হতভম্ব হওয়া।

হকচকা

হকচকা [ haka-cakā ] ক্রি. হকচকানো। [তু. হি. হকবকানা (ঘাবড়ে যাওয়া)]। হকচকানো বি. ক্রি. বিস্ময়ে অভিভূত হওয়া, হতভম্ব হওয়া।

হকি

হকি [ haki ] বি. পায়ের বদলে কাঠের বাঁকানো লাঠি এবং ছোটো ও শক্তি গোলক নিয়ে ফুটবলজাতীয় খেলাবিশেষ। [ইং. hockey]।

হওয়া

হওয়া [ hōẏā ] ক্রি. ১ বর্তমান বা বিদ্যমান থাকা; ২ ঘটা (যুদ্ধ হওয়া, বিপদ হওয়া); ৩ জন্মানো, প্রকাশ পাওয়া, উত্পন্ন হওয়া (ছেলে হওয়া, মেঘ হওয়া, ধান হওয়া); ৪ প্রচুর আয় হওয়া (ব্যবসায় টাকা হওয়া); ৫ বাড়া, অধিক হওয়া (বেলা হওয়া, বয়স হওয়া); ৬ সমাপ্ত হওয়া (এ কাজ দুঘণ্টায় হয়); ৭ অবস্হাস্তর হওয়া (রক্ত জল হওয়া, দেউলিয়া হওয়া, স্বাধীন হওয়া); ৮ উপস্হিত হওয়া (যাবার সময় হওয়া); ৯ ঘটা বা উদয় হওয়া (অসুখ হওয়া, ভোর হওয়া, ভয় হওয়া); ১০ আয়ু ফুরানো (আমার হয়ে এসেছে); ১১ মেলা, জোটা (চাকরি হওয়া, সুখ হওয়া); ১২ কুলানো (এতেই হবে); ১৩ পড়া, পতিত হওয়া (শিলাবৃষ্টি হওয়া);...

হতাশ্বাস

হতাশ্বাস [ hatāśbāsa ] বিণ. যে ভরসা হারিয়েছে, কোনো সান্ত্বনা যার নেই। [সং. হত + আশ্বাস]।