হজমি

হজমি বিণ. পরিপাকের সহায়ক (হজমি গুলি)।

হজম

হজম [ hajama ] বি. ১ পরিপাক; ২ (ব্যঙ্গে) আত্মসাত্ করা (পরের টাকা হজম করা); ৩ বিনা প্রতিবাদে সহ্য করা (কিল খেয়ে কিল হজম করা)। [আ. হজ্ম্]। হজমি বিণ. পরিপাকের সহায়ক (হজমি গুলি)।

হজ

হজ [ haja ] বি. বিশেষ তিথিতে মক্কাতীর্থদর্শন ও অন্যান্য ধর্মানুষ্ঠান-পালন। [আ. হজ্জ্]।

হতাশ্বাস

হতাশ্বাস [ hatāśbāsa ] বিণ. যে ভরসা হারিয়েছে, কোনো সান্ত্বনা যার নেই। [সং. হত + আশ্বাস]।

হড়পা

হড়পা [ haḍ়pā ] বি. নদীতে হঠাত্ যে বান আসে। [দেশি]।

হঠাত্

হঠাত্ [ haṭhāt ] ক্রি-বিণ. অব্য. সহসা, অকস্মাত্; অতর্কিতভাবে; পূর্বে কোনো বিবেচনা না করে। [< সং. হঠ]।

হট্

হট্ [ haṭ ] অব্য. হঠাত্ তত্পরতা, হঠকারিতা প্রভৃতি ভাবসূচক (হট্ করে বলে ফেলা বা চবে যাওয়া)। [ধ্বন্যা.]।

হপ্তা

হপ্তা [ haptā ] বি. সপ্তাহ; পরপর সাত দিন। [ফা. হফ্তা]।

হন্যমান

হন্যমান [ hanya-māna ] বিণ. নিহত হচ্ছে এমন। [সং. √ হন্ + মান (শানচ্)]।

হন্দর

হন্দর [ handara ] (বর্ত. অপ্র.) বি. ওজনের পরিমাণবিশেষ (১ হন্দর = ১১২ পাউণ্ড, ৫.৮ কিলোগ্রাম) [ইং. hundred weight]।