হত্যে

হত্যে [ hatyē ] বি. ১ অভীষ্টলাভের আশায় আমৃত্যু দেবমূর্তির সামনে পড়ে থাকা (মন্দিরে হত্যে দেওয়া); ২ (আল.) দীর্ঘক্ষণ অপেক্ষা করা (দরজায় দরজায় হত্যে দেওয়া)। [< হত্যা]।

হতোদ্যম

হতোদ্যম [ hatōdyama ] বিণ. উদ্যমহারা, ভগ্নোত্সাহ। [সং. হত + উদ্যম]।

হতাশা

হতাশা বি. নৈরাশ্য, আশাভঙ্গ।

হতাশ

হতাশ [ hatāśa ] বিণ. নিরাশ, আশাহীন। [সং. হত + আশা]। হতাশা বি. নৈরাশ্য, আশাভঙ্গ।

হতাহত

হতাহত [ hatāhata ] বিণ. হত ও আহত। [সং. হত + আহত]।

হপ্তা

হপ্তা [ haptā ] বি. সপ্তাহ; পরপর সাত দিন। [ফা. হফ্তা]।

হয়রান

হয়রান [ haẏa-rāna ] বিণ. ১ নাকাল; ২ ব্যর্থ পরিশ্রমে ক্লান্ত; ৩ জ্বালাতন, উত্যক্ত (খুঁজে খুঁজে হয়রান, ঘুরে ঘুরে হয়রান)। [আ. হয়রান্]। হয়রানি বি. ব্যর্থ পরিশ্রম, ব্যর্থ ঘোরাঘুরি।

হ-য-ব-র-ল

হ-য-ব-র-ল [ ha-ya-ba-ra-la ] বিণ. বিপর্যস্ত, বিশৃঙ্খল (জিনিসপত্র সব হ-য-ব-র-ল হয়ে আছে)। ☐ বি. বিশৃঙ্খলা, গোঁজামিল।

হব্য

হব্য [ habya ] বি. ১ হোমে প্রদেয় বস্তু; ২ হোম; ৩ দেবতার উদ্দেশে নিবেদিত অন্ন ইত্যাদি (তু. কব্য)। ☐ বিণ. হোমে প্রদেয়, হোমের যোগ্য। [সং. √ হু + য]।