হাততালি

হাততালি বি. (আনন্দ প্রশংসা উপহাস প্রভৃতিতে বা গানে তাল রাখার জন্য) দুই করতলে সশব্দ আঘাত, তাই।

হাততোলা

হাততোলা বি. দয়া করে অন্যে দেয় এমন বস্তু। ☐ বিণ. (পরের) অনুগ্রহপ্রদত্ত; (পরের) অনুগ্রহের উপর নির্ভরশীল।

হাত দেওয়া

হাত দেওয়া ক্রি. বি. সাহায্য করার বা বাধা দেওয়ার জন্য যোগ দেওয়া।

হাত দেখা

হাত দেখা ক্রি. বি. ১ হাত গোনা, কররেখাদ্বারা ভাগ্যবিচার করা; ২ নাড়ি পরীক্ষাপূর্বক স্বাস্থ্যের অবস্থা নির্ণয় করা।

হাত ধুয়ে বসা

হাত ধুয়ে বসা ক্রি. বি. ১ আশা বা সম্পর্ক ত্যাগ করা; ২ দায়িত্ব না রাখা; ৩ (উপহাসে) ভোজের নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে আহারের জন্য অত্যধিক ব্যস্ত হওয়া।

হাতছাড়া

হাতছাড়া বিণ. ১ বেহাত, হস্তচ্যুত, বেদখল (সুযোগ টাকা বা জমি হাতছাড়া হওয়া); ২ আয়ত্তের বাইরে গিয়েছে এমন (ছেলে হাতছাড়া হওয়া)।

হাতজোড় করা

হাতজোড় করা ক্রি. বি. (দুই করতল যুক্ত করে) ক্ষমাপ্রার্থনা অনুনয় বা নমস্কার করা।