শখের থিয়েটার

শখের থিয়েটার বি. অপেশাদারি এবং নাটকাভিনয়ের প্রতি ভালোবাসার জন্য সংগঠিত থিয়েটার।

শখশৌখিনতা

শখশৌখিনতা বি. মনের ঝোঁক, খেয়াল এবং বিলাসিতা।

শখ

শখ [ śakha ] বি. ১. আগ্রহ মনের ঝোঁক (ছবি আঁকার শখ); ২. পছন্দ, সাধ, খেয়াল (শখের জিনিস); ৩. চিত্তবিনোদনের অভিপ্রায় (শখ করে বিদেশে যাওয়া)। [আ. শৌক]। শখশৌখিনতা বি. মনের ঝোঁক, খেয়াল এবং বিলাসিতা। শখের থিয়েটার বি. অপেশাদারি এবং নাটকাভিনয়ের প্রতি ভালোবাসার জন্য সংগঠিত থিয়েটার।

শতরঞ্চি

শতরঞ্চি [ śatarañci ] বি. পেতে বসার উপযোগী মোটা সুতোয় তৈরি বড়ো রঙিন চাদরবিশেষ। [আ. শত্রঞ্জী]।

শতরঞ্চ

শতরঞ্জ, শতরঞ্চ [ śata-rañja, śata-rañca ] বি. দাবাখেলা। [আ. শত্ রঞ্জ্-তু. সং. চতুরঙ্গ]।

শতাক্ষী

শতাক্ষী [ śatākṣī ] বিণ. একশত চক্ষুবিশিষ্ট। ☐ বি. ১. শতপুষ্পা; ২. দুর্গা। [সং. শত + অক্ষী]।

শতাংশ

শতাংশ [ śatāṃśa ] বি. ১. একশত ভাগ; ২. একশত ভাগের একভাগ। [সং. শত + অংশ]।

শতাব্দী

শতাব্দ, (অসং.) শতাব্দী [ śatābda, ṃśatābdī ] বি. একশতবর্ষব্যাপী কালপরিমাণ, শতক, century. [সং. শত + অব্দ, ঈ]।

শতাব্দ

শতাব্দ, (অসং.) শতাব্দী [ śatābda, ṃśatābdī ] বি. একশতবর্ষব্যাপী কালপরিমাণ, শতক, century. [সং. শত + অব্দ, ঈ]।

শতানীক

শতানীক [ śatānīka ] বিণ. ১. বৃদ্ধ; ২. শতসৈন্যবিশিষ্ট। ☐ বি. ১. পৌরাণিক মুনিবিশেষ; ২. নকুলের পুত্র। [সং. শত + অনীক]।