শ১–বাংলা ভাষার ত্রিংশ ব্যঞ্জনবর্ণ এবং তালব্য উষ্ম শ্ ধ্বনির বর্ণরূপ। শ২,শো–বি. শত -র কথ্য রূপ (একশো, শ তিনেক)।  

শকুল

শকুল [ śakula ] বি. শাল বা শোল গাছ। [সং. √ শক্ + উর]।

শকুনজ্ঞ

শকুনজ্ঞ বিণ. লক্ষণ বা চিহ্নের দ্বারা শুভাশুভ নির্ণয়ে পারদর্শী।

শকুন

শকুন [ śakuna ] বি. ১. মৃত জীবজন্তু ভোজনকারী বৃহদাকার পাখিবিশেষ, গৃধ্র; ২. শুভাশুভসূচক চিহ্ন বা লক্ষণ। [সং. √ শক্ + উন]। শকুনজ্ঞ বিণ. লক্ষণ বা চিহ্নের দ্বারা শুভাশুভ নির্ণয়ে পারদর্শী।

শকারবকার

শকারবকার [ śakāra-bakāra ] বি. শ-কারাদ্য ও ব-কারাদ্য শব্দযোগে অশ্লীল গালি।

শকরকন্দ

শকরকন্দ [ śakara-kanda ] বি. মিষ্টি আলু, লাল আলু। [সং. শর্করা-কন্দ]।

শংকরাভরণ

শংকরাভরণ বি. রাত্রিকালীন রাগবিশেষ। [সং. শংকর + আভরণ]।

শংকরা

শংকরা [ śaṅkarā ] বি. সংগীতের রাত্রিকালীন রাগিণীবিশেষ। [সং. শংকর]। শংকরাভরণ বি. রাত্রিকালীন রাগবিশেষ। [সং. শংকর + আভরণ]।

শংকরী

শংকরী বিণ. (স্ত্রী.) মঙ্গলকারিণী। ☐ বি. (স্ত্রী.) শিবপত্নী দুর্গা।