শংকরাভরণ

শংকরাভরণ বি. রাত্রিকালীন রাগবিশেষ। [সং. শংকর + আভরণ]।

শংকরা

শংকরা [ śaṅkarā ] বি. সংগীতের রাত্রিকালীন রাগিণীবিশেষ। [সং. শংকর]। শংকরাভরণ বি. রাত্রিকালীন রাগবিশেষ। [সং. শংকর + আভরণ]।

শক্য

শক্য [ śakya ] বিণ. সাধ্য, করতে পারা যায় এমন। [সং. √ শক্ + য]। বি. শক্যতা।

শক্তু

শক্তু [ śaktu ] বি. ছাতু। [সং. সক্তু]।

শকুন্তলা

শকুন্তলা বি. (স্ত্রী.) পাখির দ্বারা রক্ষিতা ও কণ্বমুনির পালিতা মেনকা-বিশ্বামিত্রের কন্যা এবং দুষ্মন্ত রাজার পত্নী।

শকুন্ত

শকুন্ত [ śakunta ] বি. ১. পাখি ২. ভাসপাখি। [সং. √ শক্ + উন্ত]। শকুন্তলা বি. (স্ত্রী.) পাখির দ্বারা রক্ষিতা ও কণ্বমুনির পালিতা মেনকা-বিশ্বামিত্রের কন্যা এবং দুষ্মন্ত রাজার পত্নী।

শকলী

শকলী (-লিন্) বিণ. আঁশযুক্ত। ☐ বি. মাছ।

শকল

শকল [ śakala ] বি. ১. খণ্ড, অংশ; ২. মাছের আঁশ, শল্ক; ৩. চাঁদের অংশ; ৪. বিন্দু। [সং. √ শক্ + অল]। শকলী (-লিন্) বিণ. আঁশযুক্ত। ☐ বি. মাছ।

শক্কর

শক্কর [ śakkara ] বি. অপরিষ্কৃত চিনি। [< সং. শর্করা]।